শাওমির এন্ড্রয়েড ওয়ান সিরিজ Mi A2 কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে, এখন শাওমি তার পরবর্তী এন্ড্রয়েড স্মার্টফোন Mi A3 এর দিকে নজর দিয়েছে। যদিও সঠিক করে কিছু বলেনি তবে পুরানো একটা Mi A2 এর টুইটার এর পোস্ট এ শাওমি কমেন্ট করেছে যে নুতুন যেটা আসছে সেটা A2 এর থেকেও ভালো। ভারতের বাজারে Mi A2 এর মূল্য ছিল 17,000 টাকার মতো মানে আসা করা যায় যে হয়তো এই মূল্যই থাকবে এবং তারই মধ্যে এটার স্পেসিফিকেশন্স অনেকটা বেশি হবে। আবার কিছুদিন আগেই CC9 প্রকাশ করেছে। হতে পারে এটাই হয়তো Mi A3 নাম নিয়ে ভারতের বাজারে আসবে।
PowerPlanetOnline নামক একটা অনলাইন রিট্রেলের পেজে Mi A3 নাম এ একটি স্মার্টফোন দেখানো হয়েছে। যদিও এটা জাস্ট একটা ছবি, কোনো রকমের মূল্য বা কনফার্মেশন এতে দেওয়া নেই। আর সবচেয়ে বড়ো কথা এটা দেখতে একদম CC9 এর মতো এবং স্পেসিফিকেশন ও একই। তাই এটি কতটা যুক্তিযুক্ত সেটা ভাববার বিষয়। এখন এটা নিয়ে চিন্তা করার কিছু নেই শাওমি যথারীতি লিক প্রকাশ করতেই থাকে তাদের আগত স্মার্টফোনের উপর সুতরাং এই স্মার্টফোন যদি সত্যি আসে তাহলে অবশ্যই সামনের দিনে আরো অনেক তথ্য প্রকাশ পাবে।