Xiaomi কয়েকমাস আগেই তাদের Mi True Wireless Earphones 2 বাজারে প্রকাশ করেছিল কিন্তু এগুলোর মূল্য খানিকটা বেশি ছিল। সেই কারণেই বাজেট ইউসার দেড় কথা মাথায় রেখে এর থেকে তুলনামূলক কম মূল্যে Mi True Wireless Earphones 2 Basic প্রকাশ করে দিলো।
যাই হোক এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন Android এবং iOS দুটোরই সাপোর্ট। এছাড়াও এর Bluetooth 5.0 কানেক্টিভিটি খুবই ফাস্ট এবং এর বাক্স খোলার সাথে সাথে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। environmental noise cancellation এর সুবিদার্থে এর মধ্যে ডুয়াল মাইক্রোফোনের সুবিধা পেয়ে যাবেন। দুটো বাড্স এর গায়ে টাচ কন্ট্রোল পেয়ে যাবেন যাতে করে ভলিউম বাড়ানো কমানো, পরবর্তী মিউসিক এ যাওয়া করতে পারবেন। এছাড়াও এগুলো চালিত হবে AAC codec এর দ্বারা এবং Infrared সেন্সরের কারণে আপনি যখনি কান থেকে খুলবেন নিজে থেকেই মিউসিক থিম যাবে। এক একটি এয়ারবাড্স টানা 5 ঘন্টা চলবে এবং একটি সম্পূর্ণ চার্জ এ এই এয়ারবাড্স এর বাক্স এর সাথে 20 ঘন্টা অব্দি চলবে।
শুধুমাত্র সাদা রঙের সাথে ইউরোপের বাজারে Mi True Wireless Earphones 2 Basic পাওয়া যাবে মাত্র €39.99 (প্রায় 3,435 টাকা) মুলা বিনিময়ে। যদিও প্রথম দিকে এর ডিসকাউন্ট এর দাম থাকবে €29.99 (প্রায় 2,575 টাকা)। ভারতের বাজারে কবে আসবে সে বিষয়ে এখনো কোনো খবর নেই।