এই ফেব্রুয়ারী তে Xiaomi ভারতে বাজারে প্রকাশ করেছিল Redmi Note 7 Pro স্মার্টফোনটিকে কিন্তু তখন শুধুমাত্র 4 GB RAM ভার্সন বেরিয়েছিল কিন্তু আজকে এই একই স্মার্টফোনের 6GB RAM ভার্সন তা পাওয়া যাবে ভারতের বাজারে। এই স্মার্টফোনটির মূল্য ধার্য হয়েছে মাত্র 16999 টাকা এবং সরাসরি Flipkart থেকে পাওয়া যাবে।

6GB RAM এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন 128GB এর ইন্টারনাল স্টোরেজ। এছাড়া বাকি সমস্ত স্পেসিফিকেশন্স গুলো একই থাকছে এমনকি কালার ভেরিয়েন্টস ও একই। এই স্মার্টফোনের সবচেয়ে উল্লেখ্য ফিচারস হলো এর রেয়ার ক্যামেরা। যেখানে আপনি 48MP এর প্রধান রেয়ার ক্যামেরা পাচ্ছেন যেটিকে আবার 12MP থেকে 48MP এর মধ্যে যেকোনো পিক্সেল এ ব্যবহার করতে পারবেন। এছাড়াও সেকেন্ডারি 5MP এর একটি ক্যামেরা যেটা রাত এ ছবি তোলার সময় সাহায্য করবে।
অন্যান্য স্পেসিফিকেশন্স এর মধ্যে থাকছে 6.3-inch এর ওয়াটার ড্রপ নোটচ ডিসপ্লে যেটা Corning Gorilla Glass 5 এর প্রটেকশন এ থাকছে। এটি চালিত হবে Snapdragon 675 প্রসেসর এবং Android Pie দ্বারা। সামনে থাকছে 13MP এর ফ্রন্ট ক্যামেরা। পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4000mAh এর ব্যাটারী যেটার মধ্যে 18W এর ফাস্ট চার্জিং থাকছে কুইক চার্জ 4.0 এর দ্বারা।