Xiaomi কিছুদিন আগেই Mi Watch প্রকাশ করেছিল eSIM কার্ড এর সাথে। আর Redmi ও তাদের নুতুন স্মার্টওয়াচ বের করে দিলো। আর আজকে Xiaomi এর Mi ইকোসিস্টেম প্রকাশ করে দিলো Mi Watch Color স্মার্টওয়াচ।
এর মধ্যে থাকছে গোল 1.39-inch AMOLED ডিসপ্লে। যে ডিসপ্লের মধ্যে আপনি 1540 রকমের থিম ব্যাবহার করতে পারবেন। Bluetooth 5.0 কানেক্টিভিটির সাথে আসবে এই ওয়াচ যা Android 4.4 এবং তার উপরের যেকোনো Android এর মধ্যে সাপোর্ট করবে। আর থাকবে Heart rate sensor, acceleration sensor, gyroscope, barometric sensor, ambient light এবং geomagnetic সেন্সর। এই স্মার্টওয়াচ এর দ্বারা আপনি কল ধরতে এবং কাটতে পারবেন, মিউসিক প্লে এবং পস করতে পারবেন। অনেকধরণের ফিটনেস একটিভিটির সাথে স্লীপ একটিভিটি পাবেন। Xiaomi ভয়েস এসিটান্সে এর সাথে এটি একটি 5 ATM যুক্ত ওয়াটার রেসিস্টেন্স ওয়াচ যা সাঁতার কাটার সময় কাজে লাগবে। আর একটি 420mAh এর ব্যাটারী পেয়ে যাবেন যা টানা 14 দিন অব্দি ব্যাটারী লাইফ দেবে।
Xiaomi Watch Color স্মার্টওয়াচ চীনের বাজারে Black, Gold এবং Silver রঙের ভেরিয়েন্ট এর সাথে 799 yuan (প্রায় 8190 টাকা) মুলা সাথে পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে কবে আসবে এখনো কোনো খবর নেই।