বিশ্বের প্রথম 108MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন Mi CC9 Pro কালকে প্রকাশ পেয়েছিলো চীনের বাজারে এবং আজকে সেই স্মার্টফোনের গ্লোবাল ভার্সন Mi Note 10 প্রকাশ পেয়ে গেলো। যদিও একই সাথে লিক হয়েছিল স্মার্টফোন দুটি। যাই হোক দুটো স্মার্টফোনই একই এমনকি রং এর ভেরিয়েন্ট গুলো একই।
Mi Note 10 এর মধ্যেও একই ভাবে 6.47-inch Full HD+ AMOLED ডিসপ্লের সাথে Snapdragon 730G প্রসেসর থাকবে। এখানে অবশ্য আপনি দুটো মেমরি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ এবং 8GB RAM এর সাথে 256GB স্টোরেজ। বাকি জিনিস একই রকম যেমন ডুয়াল সিম এর সাথে MIUI 11 এবং Android 9.0। পিছনে পাঁচটি ক্যামেরা থাকবে; প্রধান 108MP লেন্স সাথে 12MP পোট্রেট ক্যামেরা, 5MP টেলিফোটো লেন্স, 20MP 117° আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। সামনেও থাকবে একই 32MP ফ্রন্ট ক্যামেরা। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে 3.5mm অডিও জ্যাক। আর সব শেষে USB Type-C এর সাথে 5260mAh ব্যাটারী 30W ফাস্ট চার্জিং এর সাথে।
Mi Note 10 এর গ্লাবল মূল্য একটু তফাৎ হয়েছে কি কারণে জানি না। এর 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট এর মূল্য যথাক্রমে 549 Euros (প্রায় 43,205 টাকা) এবং 649 Euros (প্রায় Rs. 51,105 টাকা)। যা Xiaomi Mi CC9 Pro এর মুলা চেয়ে অনেকটাই বেশি। দেখা যাক যেদিন ভারতের বাজারে আসবে সেদিন এর মূল্য কত হয়। এটি সর্বপ্রথম জার্মানি তে প্রকাশ পাবে 11ই নভেম্বর থেকে। তার পর স্পেন, ইতালি, নেদারল্যান্ড এবং বেলজিয়াম এ আসবে।