এতদিন ধরে যে সমস্ত লিক বা খবর বেরিয়েছে Xiaomi Mi CC9 Pro কে নিয়ে সেখানে বেশিরভাগ জায়গা তেই ধারণা করা হয়েছিল যে এর মধ্যে ফ্ল্যাগশিপ Snapdragon 855 Plus প্রসেসর থাকবে। আজকে সেই ধারণা ভুল বলে প্রমান করলো কোম্পানি। কারণের আজকের একটি গুরুত্বপূর্ণ চিত্রের দ্বারা দেখানো হয়েছে যে এর মধ্যে Snapdragon 730G প্রসেসর থাকবে।
আজকে একটি GIF ফাইল প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে এর মধ্যে কি প্রসেসর থাকবে এবং ক্যামেরা ডিটেলস যেটি অফিসিয়ালি প্রকাশ পেয়েছে। যাই হোক বেশির ভাগ লোকের ধারণা ছিল যে এর মধ্যে ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে কিন্তু দুর্ভাগ্য বসতো Snapdragon 730G থাকবে। যদিও Snapdragon 7 সিরিজ এর সবচেয়ে শক্তিশালী প্রসেসর এটাই। আরো একটি জিনিস দেখানো হয়েছে ডিসপ্লে নিয়ে যেখানে নোটিফিকেশন এলে এই ডিসপ্লে অন্যরকম ভাবে প্রকাশ পাবে।
আর পিছনে পাঁচটা ক্যামেরার মধ্যে প্রধান 108MP ক্যামেরা সাথে একটি 5MP সেন্সর, একটি 12MP সেন্সর, 20MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। এখন কথা হচ্ছে এই Mi CC9 Pro এবং Mi Note 10 একই ডিভাইস সুতরাং এর মধ্যে একই প্রসেসর থাকবে আসা করে যাচ্ছে।