CC সিরিজ হলো Xiaomi এর একদম নুতুন একটি সিরিজ এবং এই সিরিজ এর একটি স্মার্টফোন CC9 কয়েক মাস আগেই চীনের বাজারে প্রকাশ পেয়েছে আর আজকে Xiaomi CEO প্রকাশ করে দিলো যে আরো একটি এই সিরিজ এর স্মার্টফোন Mi CC9 Pro এই নভেম্বর এর 5 তারিখ এ প্রকাশ পেতে চলেছে চীনের বাজারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে 108MP ক্যামেরার কথা Xiaomi বলেছিলো সেই ক্যামেরাই থাকবে এই স্মার্টফোনের মধ্যে।
আজকে কয়েকটি চিত্র প্রকাশ পেয়েছে যেখানে এই স্মার্টফোনের ক্যামেরার বিন্যস্ত দেখানো হয়েছে এবং এই 108MP ক্যামেরার দ্বারা তোলা একটি ছবিও প্রকাশ পেয়েছে যেখানে এই চোখের ছবি তোলা হয়েছে। এর স্পষ্টতা এটি বেশি যে ওই চোখের মধ্যে দিয়ে বাইরের কি কি জিনিস দেখা যাচ্ছে সেটাই এই ক্যামেরাই ধরা পড়েছে। এই ক্যামেরাটি তৈরি 1/1.33-inch Samsung ISOCELL Bright HMX সেন্সর দ্বারা এবং এর মধ্যে থাকছে Tetracell টেকনোলজি যেটা এই ক্যামেরাটিকে 27MP করে চারটি পর্যায়ে বিভক্ত করেছে যেখানে আলাদা আলাদা ভাবে চারটি ছবি উঠবে এবং শেষে একসাথে হয়ে আপনাকে দেখাবে।
সব মিলিয়ে পিছনে মোট পাঁচটা রেয়ার ক্যামেরা থাকবে যাদের সাথে আপনি চারটি LED ফ্ল্যাশ এবং 5X optical zoom এর সাথে 10x hybrid zoom পেয়ে যাবেন। বাকি ফিচারস এর মধ্যে Snapdragon 730G প্রসেসর এর পাশাপাশি এর মধ্যে থাকতে পারে 6.39-inch Full HD+ AMOLED ডিসপ্লে। 4500mAh ব্যাটারির সাথে পেয়ে যেতে পারেন 30W ফাস্ট চার্জিং টেকনোলজি। বাদ বাকি তথ্য আমরা প্রকাশের দিনেই জানতে পেরে যাবো।