অনেকগুলো লিক এর পর আজকে Xiaomi এর CEO বলে দিয়েছে যে কালকে তারা তাদে এই নুতন সিরিজ চীনাতে প্রকাশ করে দেবে। আর এই সিরিজ এর প্রথম দুটো স্মার্টফোন হলো Mi CC9 এবং Mi CC9e, যেমনটা আগে বলা হয়েছিল।

আগের দিনেও একটা লিক এ Mi CC9 এর একটা ছবি প্রকাশ পেয়েছিলো যেখানে পিছনে তিনটি রেয়ার ক্যামেরা থাকছে ফ্লিপ স্টাইল এ। যে রকমটা Asus Zenfone 6 এর মধ্যে আছে। কি কি ক্যামেরা থাকবে সেটা এখনো স্পষ্ট নয় তবে আসা করা যাচ্ছে প্রধান ক্যামেরাটি 48MP এর হবে। এবার বাকি যে সমস্ত ফিচারস গুলো উঠে এসেছে তার মধ্যে Snapdragon 730 প্রসেসর আর থাকছে 4,000mAh এর ব্যাটারী।
Mi CC9e এর এর মধ্যে হয়তো Snapdragon 712 প্রসেসর এর সঙ্গে 4,000mAh এর ব্যাটারী থাকবে। দুটো স্মার্টফোনের সামনেই একই 32MP এর ক্যামেরা থাকবে। বাকি স্পেসিফিকেশন্স কালকেই জানতে পৰ যাবে।