Xiaomi Mi CC স্মার্টফোনের অফিসিয়াল প্রোমো ভিডিও প্রকাশ পেলো

0

অফিসিয়ালি প্রকাশ হবার কথা ছিল Xiaomi এর এই নুতুন CC সিরিজ এর স্মার্টফোন CC9 এবং CC9e। কিন্তু সরাসরি প্রকাশ না করে একটা অফিসিয়াল ভিডিও প্রকাশ করলো যেখানে Gavin Thomas নামক আট বছরের একটি ছেলের হাত এ ছিল ওই স্মার্টফোন এবং সে কয়েকটা সেলফি তুলছিলো। এই ভাবেই সামনে নিয়ে এলো তাদের এই নুতুন সিরিজ কে তার সাথে একটি অফিসিয়াল ছবি CC9e এর যেটা দেখতে হুবহু Mi 9 এর মতো।

Xiaomi Mi CC

এই ভিডিও এর ভিতরের স্মার্টফোনটা CC9e আসা করা যাচ্ছে। তবে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন্স এখনো প্রকাশ হয়নি। তবে আগের কিছু লিক অনুযায়ী এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.39-inch AMOLED ডিসপ্লে এর সাথে Snapdragon 730 প্রসেসর। হয়তো থাকতে পারে 4,000mAh এর একটি ব্যাটারী সঙ্গে 27W ফাস্ট চার্জিং। আর থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পিছনের তিনটি ক্যামেরার মধ্যে প্রধান ক্যামেরাটি হতে পারে 48MP এর। আর সামনে থাকতে পারে 32MP এর সেলফি ক্যামেরা।

সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here