Mi Band 3 এর প্রকাশ হবার পর অনেকেরই মনে একটা আসা ছিল যে তারা হয়তো এর থেকেও কমে কোনো স্মার্টব্যান্ড পেয়ে যাবে। এমনকি যারা এই Mi Band 3 কিনতে অক্ষম ছিলেন তাদের জন্যই Xiaomi আজকে ভারতের বাজারে প্রকাশ করে দিলো এদের একটু কম দামের স্মার্টব্যান্ড Mi Band 3i। এখন যে কেউ এই স্মার্টব্যান্ড কিনতে পারবেন।
Mi Band 3i এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 0.78-inch OLED টাচ স্ক্রিন ডিসপ্লে। নানান যাবতীয় এবং নিত্য নৈমিত্ত কাজে আপনি এটিকে ব্যাবহার করতে পারবেন যেমন running, cycling, walking ইত্যাদি। এবং এই সমস্ত ডাটা আপনি সরাসরি ডিসপ্লের উপরেই দেখতে পারবেন। এই ডিসপ্লে আবার anti-scratch গ্লাস দিয়ে তৈরি। দুৰ্ভাগ্যবসত এর মধ্যে আপনি হার্ট রেট সেন্সর পাবেন না কিন্তু স্লীপ একটিভিটি পেয়ে যাবেন। যাই হোক এই স্মার্টব্যান্ড কিন্তু ওয়াটার রেসিস্টেন্স। তার ফলে আপনি সাঁতারের সময় এটিকে ব্যাবহার করতে পারবেন তবে জলের তলায় 50 মিটার এর মধ্যে।
Bluetooth 4.2 LE এর সাথে আপনি Android এবং iOS যেকোনো ডিভাইস এর সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়াও যে আপনাকে ফোন করবে তার নাম যদি ডিভাইস এ সেভ থাকে তাহলে সেটি ব্যান্ড এর ডিসপ্লে তে দেখতে পাবেন। আর থাকবে একটি 110mAh এর ব্যাটারী যা 20 দিন অব্দি চলবে। ভারতের বাজারে Mi Band 3i এর মূল্য মাত্র 1299 টাকা এবং আপনি সরাসরি mi.com থেকে কিনতে পারবেন।