Xiaomi CEO Lei Jun অফিসিয়ালি একটা ছবি প্রকাশ করেছে Weibo তে যেখানে লেখা আছে যে তারা এই সামনের মাসের ২ তারিখ এ অফিসিয়ালি তাদের এই নুতন স্মার্টফোনে CC সিরিজ প্রকাশ করবে যেখানে এই সিরিজ এর প্রথম স্মার্টফোন হবে CC9।

আগেরদিন এই CC9e এর একটি ছবি প্রকাশ পেয়েছিলো। এবং এরও কিছুদিন আগে কিছু কিছু স্পেসিফিকেশন্স ও বেরিয়েছিল সাথে ছিল একটি প্রোমো ভিডিও। সেগুলো কতটা সঠিক হবে তা এখনো ঠিক হয়নি। তবে এই লাউন্চিং এর দিনে যেটা চীনের Beijing শহরে অনুষ্ঠিত হবে সেদিন এর ব্যাপারে সম্পূর্ণ তথ্য পাবো।

আগের সমস্ত লিক অনুযায়ী CC9 এর মধ্যে একটি ফ্লিপ ক্যামেরা থাকবে এবং CC9e এর মধ্যে ওয়াটার ড্রপ নোচ ডিসপ্লে থাকবে। প্রধান ক্যামেরাটা হবে 48MP এর। পিছনে থাকবে তিনটি রেয়ার ক্যামেরা। আসা করা যাচ্ছে এই অফিসিয়াল নিমন্ত্রণ পত্র খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে।