OnePlus কিছুদিন আগেই প্রমিস করেছিল যে তারা মিডরেঞ্জ একটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে যাদের বাজেট কম তাদের জন্য। আর সেই কারণেই OnePlus বাজারে খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছে OnePlus 8 Lite। এটি অফিসিয়ালি OnePlus 8 এর লাইট ভার্সন। সামনের বছরেই OnePlus তাদের আরো দুটো টপ এন্ড স্মার্টফোন প্রকাশ করতে চলেছে OnePlus 8 এবং OnePlus 8 Pro।
যাই হোক বিশেষ কোনো তথ্য আমাদের কাছে আসেনি তবে একটি চিত্র এসেছে @OnLeaks এর তরফ থেকে যেখানে দেখা যাচ্ছে ছোট একটি স্মার্টফোন যার পিছনে একটি লম্বালম্বি আয়তকার ক্যামেরা সেট আপ রয়েছে যার মধ্যে দুটো ক্যামেরা থাকবে এবং পাশে একটি ToF সেন্সর থাকার সম্ভাবনা আছে। যদিও বাকি দুটো প্রধান ক্যামেরা কত কত হবে সেটা এখনো সঠিক করে বলা হয়নি। আবার সামনে পেয়ে যাবেন একটি সেলফি ক্যামেরা যেটা পানচ হোল ক্যামেরা।
বাকি এর চিত্র দেখে দেখা যাচ্ছে যে বডিতে একদিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন আর অন্যদিকে সিম ট্রে। নিচে পেয়ে যাবেন দুটো স্পিকার এর সাথে একটি USB Type-C পোর্ট। দুক্ষজনক ভাবে এর মধ্যে কোনো রকমের 3.5mm এর অডিও জ্যাক থাকছে না। এছাড়াও বডিতে কোনো রকমের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই যে কারণে আসা করা যায় যে আপনি হয়তো ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যেতে পারেন। যাই হোক আর কোনো বিশেষ তথ্য আমাদের কাছে নেই তবে আসা করা যাচ্ছে আগামী দিনে আরো অনেক তথ্য আপনাদেরকে দিতে পারবো এবং এটি কবে প্রকাশ হবে সেটিও হয়তো জানাতে পারবো।