Vivo V17 খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসতে চলেছে নুতুন ডিজাইনের সাথে

0

Vivo V17 Pro কয়েক মাস আগেই আমাদের কাছে চলে এসেছে এবং সাথে একটা খবর আসছিলো যে এই স্মার্টফোনের একটি ছোট ভার্সন প্রকাশ করতে পারে Vivo। যাই হোক কিছুদিন আগেই রাশিয়ার বাজারে Vivo V17 Pro এর একটি নন-প্রো ভার্সন প্রকাশ করেছে। আর এখন নুতুন খবর অনুযায়ী ভারতের বাজারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে মিডরেঞ্জ Vivo V17 যেটা Vivo V17 Pro এর নন-প্রো ভার্সন। যদিও ভারতের বাজারে এই স্মার্টফোনের ডিজাইন অন্য জায়গার থেকে একটি আলাদা হবে।

Vivo V17

91Mobiles এর তরফ থেকে আগত তথ্যের মধ্যে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের সামনে একটি পানচ হোল ডিসপ্লে থাকবে ওয়াটার ড্রপ ডিসপ্লের পরিবর্তে। 6.44-inches এর এই ডিসপ্লে যার নাম iView ডিসপ্লে। আর একটা বড়ো পরিবর্তন এর ক্যামেরা ডিজাইন এ যেখানে আপনি একটি লম্বালম্বি আয়তকার ক্যামেরা মডিউল পেয়ে যাবেন যার মধ্যে থাকবে চারটি ক্যামেরা। এদের মধ্যে প্রধান হলো 48MP লেন্স, একটি 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং দুটো 2MP এর লেন্স। ডুয়াল LED ফ্ল্যাশ ও থাকবে সুন্দর করে সাজানো। যাই হোক সামনে কি সেন্সর থাকবে তা এখনো সঠিক নয় তবে আসা করা যাচ্ছে যে 32MP এর একটি সেন্সর পেয়ে যাবেন।

বাকি ফিচারস এর মধ্যে আপনি পেয়ে যাবেন Snapdragon 665 প্রসেসর। মেমরি হিসাবে থাকতে পারে 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ। আর এপানি পেয়ে যেতে পারেন USB Type-C পোর্ট এর সাথে একটি 4500mAh এর ব্যাটারী 18W ফাস্ট চার্জিং এর সাথে। পরের সপ্তাহেই এই স্মার্টফোন ভারতের বাজারে প্রকাশ পাবে এবং এর মূল্য আন্দাজ 20,000 টাকার মধ্যেই হবে।

সূত্র 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here