Vivo আজকে অফিসিয়ালি লঞ্চ করে দিলো এদের লেটেস্ট V সিরিজ স্মার্টফোন V15 Pro ভারতের বাজারে যেমন তা বলা ছিল. এটি একটি খুবই উল্লেখযোগ্য স্মার্টফোন কারণ এর মধ্যে আপনি খুবই উন্নত ফিচারস পেয়ে যাবেন। যেমন,

Vivo V15 Pro এর সবিস্তার বিবরণী
এই স্মার্টফোনের সাথে আসছে 6.39-inch এর এইচডি+ Super AMOLED ডিসপ্লে। আর এই ডিসপ্লের তলায় থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা 0.37-second এর মধ্যে ফোনটাকে আনলক করে দিতে পারবে। এছাড়াও থাকছে proximity এবং ambient light সেন্সর। সবচেয়ে বড়ো জিনিস হলো এর সামনে 32MP এর একটি পপ আপ ক্যামেরা থাকছে যেটা খুবই দ্রুত কাজ করবে 0.46 second এর মধ্যে বেরিয়ে আসবে। সর্বাধিক 3lakh বার অব্দি এটা ওঠা নাম করবে।

প্রসেসর হিসাবে থাকছে 2GHz অক্টা কোর Snapdragon 675 প্রসেসর সঙ্গে Adreno 612 GPU. আর থাকছে 6GB RAM এবং 128GB স্টোরেজ। আবার মেমরি কার্ড অপসন থাকছে যেটা 256GB অব্দি বাড়ানো যেতে। পিছনে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা 48MP+5MP+8MP এর সঙ্গে। এর ফেস আনলক সেন্সর টাও খুবই দ্রুত যেটা 0.55 seconds এর মধ্যে আনলক করবে। ব্যাটারী হিসাবে থাকছে 3700mAh এর একটি ব্যাটারী সঙ্গে Dual-Engine ফাস্ট চার্জিং এর সুবিধা।
দাম এবং উপস্থিতি
Vivo V15 Pro এর মূল্য 28,990 টাকা ভারতের বাজারে এবং সরাসরি পাওয়া যাবে amazon.in এবং filpkart থেকে। February 20th থেকে এটা পাওয়া যাবে Topaz Blue এবং Ruby Red রং এর সাথে।