iQOO যা Vivo এর সাবব্র্যান্ড আগের বছর চীনের বাজারে তাদের নুতুন স্মার্টফোন iQOO Pro 5G প্রকাশ করেছিল। এখন তারা ভারতের বাজারে তাদের নুতুন স্মার্টফোন আনতে চলেছে যা Vivo iQOO নামে আসবে এবং এটির মধ্যে 4G কোনেক্টিভিটির সাথে ফ্ল্যাগশিপ ফিচারস ও পেয়ে যাবেন।
সম্পূর্ণ ফিচার্স এখনো প্রকাশ হয়না তবে সামনের মাসে মানে ফেব্রুয়ারিতে ভারতের বাজারে অফিসিয়ালি আসবে প্রথম Snapdragon 865 প্রসেসরের সাথে। এখন ভারতের বাজারে এর কোনো 5G ফিচার্স বেরুবে কিনা সেটা এখনো কনফার্ম নয়। যাই হোক, কোম্পানির কথা অনুযায়ী এর মধ্যে এক অভাবনীয় ফিচার্স থাকবে যাতে করে গেমিং, চারজিং এমনকি পারফরমেন্স এও এক অভাবনীয় স্পীড পাবেন যা আগে কোনো স্মার্টফোনের মধ্যে আসেনি। এছাড়াও এর যা মূল্য হবে তার সাথে নাকি ইউজার রা আরো অনেকবেশি ফিচার্স এর মধ্যে পাবে যাতে করে কোনো রকমের আক্ষেপ না থাকে।
প্রাথমিক ভাবে এই স্মার্টফোন হয়তো অন লাইন এ আসবে তবে ভবিষ্যতে আমরা অফ লাইন দোকান থেকেও কিনতে পারবো। যাই হোক আপাতত সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই তবে সামনের ফেব্রুয়ারি তে এর ব্যাপারে আরো অনেক তথ্য আমরা পাবো।