বছরের শেষে Vivo তাদের নুতন বাজেট স্মার্টফোন আজকে অফিসিয়ালি প্রকাশ করে দিলো ভারতের বাজারে। এটি Y সিরিজ এর নুতুন স্মার্টফোন Y11। দেখে নিই এর সমস্ত ফিচারস।
Vivo Y11 এর বিস্তারিত বিবরণী
Vivo Y11 এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6.35-inch HD+ ডিসপ্লে। সঙ্গে থাকবে Snapdragon 439 প্রসেসর Adreno 505 গ্রাফিক্সের সাথে। 3GB RAM এর সাথে পেয়ে যাবেন 32GB স্টোরেজ। সেই মেমরি আপনি চাইলে microSD দিয়ে বাড়াতে পারবেন। ডেডিকেটেড ডুয়াল সিম এর জন্য Android 9.0 এর সাপোর্ট।
পিছনে দুটো রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন যার মধ্যে প্রধান হলো 13MP সেন্সর সঙ্গে 2MP এর সেকেন্ডারি ক্যামেরা LED ফ্ল্যাশ এর সাথে। সামনে থাকবে 8MP ফ্রন্ট নোটচ ক্যামেরা। পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবেন এর মধ্যে। আর থাকছে একটি 5000mAh এর ব্যাটারী।
Vivo Y11 এর মূল্য
Vivo Y11 এর ভারতের বাজারে মূল্য 8,990 টাকা এবং Mineral Blue এবং Agate Red রঙের সাথে আসবে। যে কোনো দোকান থেকে এবং অনলাইন স্টোর থেকেও পেয়ে যাবেন।