Apple খুব তাড়াতাড়ি ফোল্ডেবল iPad নিয়ে আসতে চলেছে

0

ফোল্ডেবল স্মার্টফোনের উপর অনেকদিন ধরে কাজ কর্ম চলছে বিভিন্ন কোম্পানির। এমনকি স্যামসুং, মেইজু দেড় মতো কিছু বড়ো কোম্পানি তো তাদের ফোল্ডেবল স্মার্টফোন বের করেও দিয়েছে। এখন ফোন ভুলে যান কারণ Apple ২০১৯ এ আগত iPad এর উপর কাজ করছে যেটা হয়তো ফোল্ডেবল iPad হবে। এর আগে মাইক্রোসফ্ট তাদের Surface নোটবুক এ তে এই ফোল্ডেবল টেকনোলজি লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল।

foldable iPad

যাই হোক এখনো অব্দি বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই iPad আন্দাজ 11 থেকে 15-ইঞ্চি ডিসপ্লে যুক্ত হবে। আর কিছু তথ্য জানা যাচ্ছে না। এই ব্যাপারে অনেক কিছু জিনিস ধন্দে আছে যেমন Apple তার A সিরিজ এর আরো একটি চিপ বের করতে চলেছেন। হতে পারে সেই চিপসেট এই iPad এর মধ্যেই আসবে। যদিও কিছু কথা কানে এসেছে যেমন এই নুতুন চিপসেট এর মধ্যে তারা হয়তো 5G কে নিয়ে আসবে। যদি এমনটাই হয় তাহলে অবশ্যই এই নুতুন চিপসেট এর সাথেই পেয়ে যাবেন এই ফোল্ডেবল iPad।

নুতুন যে ম্যাকবুক প্রকাশ হয়েছে তার সাথে এই আগত iPad এর ডিসপ্লে সমান। এবং এর মধ্যে 5G এর অপসন থাকবে তাহলে এটা ধরে নেওয়া যায় যে এই নুতুন iPad এদের পরবর্তী ম্যাকবুক এর বিকল্প হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো 5G চিপসেট সর্বপ্রথম কি iPad এর মধ্যে আসবে নাকি Apple নুতুন কোনো 5G iPhone বের করবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here