কিছুদিন আগেই ASUS বলেছিলো যে ফেব্রুয়ারিতে Android Pie আপডেট নিয়ে আসবে কিন্তু প্রতিমাসের মতো এমাসেও এবং এবছরের প্রথম জানুয়ারী সিকিউরিটি প্যাচ আপডেট নিয়ে এলো। এই সিকিউরিটি প্যাচ ফোনটিকে অনেকটা স্টেবেল করবে এবং অনেক জায়গায় Garmin watch এর সাথে কানেকশন এর সমস্যা দূর করা হয়েছে।

ASUS ZenFone Max Pro M1 ব্যবহারকারীরা সবাই এই আপডেট তা পাবে কিন্তু যেহেতু এটা ব্যাচ থেকে ব্যাচ এ আসছে তাই হয়তো সবাই একই সাথে পাবেন না। অপেক্ষা করুন যদি এখনো অব্দি না পেয়ে থাকেন আর নয়তো সরাসরি ডাউনলোড করতে পারেন নিচের ডাউনলোড লিংক থেকে।
এই সিকিউরিটি প্যাচ অনেক সমস্যার সমাধান করেছে এই স্মার্টফোনের মধ্যে। যদিও এটাই হয়তো শেষ এন্ড্রয়েড প্যাচ আপডেট oreo তে এর পর আসা করা যায় একই সাথে Android Pie এর সাথে আসবে নেক্সট সিকিউরিটি আপডেট।
ASUS ZenFone Max Pro M1 January Android security patch ডাউনলোড