Nubia Red Magic 3 আজকে সার্টিফায়েড হলো 30W ফাস্ট চার্জিং এর সাথে

0

Nubia হয়তো কিছুদিনের মধ্যেই এদের নুতন স্মার্টফোনে বের করে দিতে পারে বাজারে হয়তো বা সামনের মাসেই। এই স্মার্টফোনের সঠিক নাম এখনো জানা যায়নি তবে এটা হয়তো Red Magic 3 নাম এ আসবে। আজকে 3C’s এর একটি ওয়েবসাইট এ NX629J মডেল নম্বর নিয়ে সার্টিফায়েড হয়েছে।

আমরা আগে জানতে পেরেছিলাম যে এই স্মার্টফোনের মধ্যে হয়তো 5000mAh ব্যাটারির সাথে আসবে আর আজকে জানা গেলো যে এর সঙ্গে থাকছে 30W ফাস্ট চার্জিং। তাহলে একটা 5000mAh ব্যাটারির সাথে 30W ফাস্ট চার্জিং এর কম্বিনেশন একটা আদর্শ ফীচার একটা গেমিং স্মার্টফোনের ক্ষেত্রে। এছাড়াও আমরা আগের লিক থেকে জানতে পেরেছি যে এই স্মার্টফোনের মধ্যে 120 Hz এর ডিসপ্লে থাকছে যেটা Razer Phone এর মধ্যেও ছিল।

এছাড়াও থাকতে পারে Snapdragon 855 প্রসেসর 12GB RAM এর সাথে। আর থাকতে পারে হাইব্রিড কুলিং সিস্টেম যেটা এয়ার এবং লিকুইড এর সংমিশ্রণ যেটা কোনো গেম চলা কালীন আপনাআপনি শুরু হয়ে যাবে। আপাতত আর কোনো তথ্য নেই আমাদের কাছে তবে ভবিষ্যতে আরো তথ্য পেয়ে যেতে পারি।

সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here