ByteDance, যে কিনা TikTok তৈরি করেছিল শেষ পর্যন্ত স্মার্টফোন প্রকাশ করে দিলো তাও আবার ফ্ল্যাগশিপ। যাই হোক এটা নুতুন খবর না অনেকদিন ধরেই চলছে বিভিন্ন লিক এবং কথাও উঠেছিল যে এই কোম্পানি একটি স্মার্টফোন প্রকাশ করতে চলেছে। ভাবা যাই যে কোম্পানি একটা অ্যাপ্লিকেশন কে বিশ্বের একটি উন্নত অ্যাপ্লিকেশন করে দিলো সেই কোম্পানি ই এখন স্মার্টফোন ইন্ডাস্ট্রি র উপর নজর দিয়েছে। যাই হোক ByteDance এবং স্মার্টফোন মেকার Smartisan যৌথ ভাবে বাজারে প্রকাশ করে দিলো Jianguo Pro 3। চলুন দেখে নিই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের যাবতীয় ফিচারস গুলো।
Smartisan Jianguo Pro 3 এর বিস্তারিত বিবরণী
এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.39-inch Full HD+ Super AMOLED ডিসপ্লে। ভিতরে পেয়ে যাবেন লেটেস্ট Snapdragon 855 Plus প্রসেসর Adreno 640 গ্রাফিক্স এর সাথে। মেমরি হিসাবে আপনি পেয়ে যাবেন তিনটি ভেরিয়েন্ট যেখানে থাকবে 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ, 8GB RAM এর সাথে 256GB স্টোরেজ এবং 12GB RAM এর সাথে 256GB স্টোরেজ। ডুয়াল সিম এর পাশাপাশি Android 9.0 Pie এর সাথে Smartisan OS 3.0 UI।
পিছনে পেয়ে যাবেন চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 48MP ক্যামেরা 1/2.0″ Sony IMX586 সেন্সর। আর থাকবে একটি 13MP 123 ডিগ্ৰী আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 8MP টেলিফোটো লেন্স সঙ্গে 2x zoom এবং 5MP সুপার ম্যাক্রো ক্যামেরা। সামনে পেয়ে যাবেন একটি 20MP ক্যামেরা যার মধ্যে 4-in-1 পিক্সেল থাকবে। পুরো মেটাল বডি যার উপর গ্রাডিয়েন্ট রং এর মিশ্রণ থাকবে। এর মধ্যে আপনি পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যদিও কোনো 3.5mm এর অডিও জ্যাক থাকছে না। আর পেয়ে যাবেন 4000mAh ব্যাটারী সঙ্গে Quick Charge 4+ 18W ফাস্ট সিগারজিং টেকনোলজি।
Smartisan Jianguo Pro 3 এর মূল্য
Smartisan Jianguo Pro 3 এর 8GB + 128GB ভার্সন, 8GB + 256GB ভার্সন এবং 12GB + 256GB ভার্সন এর মূল্য যথাক্রমে 2899 yuan (প্রায় 29,125 টাকা), 3199 yuan (প্রায় 32,140 টাকা) এবং 3599 yuan (প্রায় 36,160 টাকা)। চীনের বাজারে এখন থেকেই পাওয়া যাচ্ছে Black, White এবং Green রং এর ভেরিয়েন্টস এর সাথে। ভারতের বাজারে কবে আসবে সে ব্যাপারে এখনো কোনো খবর নেই।