ফিঙ্গারপ্রিন্ট লক, ফেস আইডি এই সমস্ত ফীচার iPhone এর মধ্যে বহুক্কাল আগেই এসে গিয়েছিলো এবং Android ইউসার দেড় জন্য এর বিটা ভার্সন এর মধ্যে এসেছিলো। যাই হোক আজকে অফিসিয়ালি Android এর মধ্যে এই ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি লক সিস্টেম দেওয়া হলো। উদেশ্য হলো অতিরিক্ত সুরক্ষা প্রদান করা কিন্তু এটি সম্পূর্ণ ভাবে সুরক্ষিত নয়। যেমন এই লক থাকা কালীন যদি কোনো রকমের WhatsApp Call অথবা Video Call আসে তাহলে সেগুলোর আপনি রেপ্লি করতে পারবেন এবং তার জন্য ফিঙ্গারপ্রিন্ট আনলক করার কোনো প্রজন নেই। এছাড়াও যদি নোটিফিকেশন এই রিপ্লাই অপসন দেওয়া থাকে তাহলেও আপনি কাউকে রিপ্লি করতে পারবেন। এই শুধু মাত্র যখন আপনি WhatsApp application টি খুলতে যাবেন তখনি শুধু ফিঙ্গারপ্রিন্ট লক চাইবে।
তো এর থেকে বোঝাই যাচ্ছে যে যদি আপনি সম্পূর্ণ ভাবে সিকুরিটি চান তাহলে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যাবহার করার সময় আপনাকে নোটিফিকেশন বন্ধ করে রাখতে হবে। যাই হোক এই লক এর দ্বারা আপনি আপনার WhatsApp কে কন্ট্রোল করতে পারবেন যেমন ‘Automatically lock’ সিস্টেম দ্বারা আপনি আপনার WhatsApp কত সময়ের মধ্যে লক হবে তা ঠিক করে দিতে পারবেন। 1 মিনিট থেকে 30 মিনিট অব্দি আপনি আপনার মনের মতো করে সময় নির্ধারণ করতে পারবেন। যাই হোক এই আপডেট দেওয়া শুরু হয়ে গেছে। আপনি playstore এর গিয়ে এটিকে আপডেট করুন এবং এই ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে ব্যাবহার করবেন সেটি নিচে দেওয়া হলো।
কীভাবে অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সক্ষম করবেন?
- প্রথমেই হোয়াটস্যাপ আপডেট করে সেটিকে ওপেন করুন
- সরাসরি “settings” এর মধ্যে চলে যান
- সেখানে “Account” এর মধ্যে “Privacy” অপসন দেখতে পাবেন এবং তার ভিতরে ঢুকুন
- সেখানে আপনি ‘Fingerprint lock’ এর অপসন দেখতে পাবেন, সেটিকে অন করে দিন
- ভেরিফিকেশন এর জন্য আপনার ফিঙ্গার সেন্সরের উপর রাখুন
- আপনার মনের মতো ‘Automatically lock’ সিস্টেম সেট করুন