vivo X27 বাজারে প্রকাশ পেয়ে গেছে অনেকদিন হয়ে গেলো এবার Vivo তাদের পরবর্তী টপ রেঞ্জ স্মার্টফোনের দিকে লক্ষ দিয়েছে। এই স্মার্টফোন vivo X27 এর পরবর্তী ভার্সন Vivo X30 নাম আসবে। অনেকদিন ধরেই কিছু কিছু কথা ঘোরাঘুরি করছিলো যে Vivo তাদের নুতুন স্মার্টফোনের জন্য Samsung এর সাহায্য নিয়েছে। এখন এই স্মার্টফোন তো মোটামুটি ভাবে সবার সামনে এসে গেছে এবং Vivo র তরফ থেকেই দেখানো হয়েছে। যাই হোক এই স্মার্টফোন হবে 5G কানেক্টিভিটি যুক্ত আর সেই কারণেই এটি Samsung এর উন্নত Exynos 980 প্রসেসর ব্যাবহার করতে চলেছে। আর যদি এই খবর সত্য হয় তাহলে এই স্মার্টফোনের মধ্যে শুধু মাত্র 5G কানেক্টিভিটি পাবেন মানে কোনো রকমের 4G কানেক্টিভিটি থাকবে না।
আজকে চীনের একটি পপুলার লিক স্টার এর কাছ থেকে এর কিছু তথ্য এবং কিছু চিত্র প্রকাশ পেয়েছে যেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এর স্মার্টফোনের মধ্যে খুব ছোট বেজেলস এর সাথে একটি সম্পূর্ণ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। মানে এর ফ্রন্ট ক্যামেরা হবে পপ আপ। মোটামুটি ভাবে দেখতে গেলে এই স্মার্টফোন বেশীরভাগটা vivo X27 এর মতোই দেখতে হবে।
যেহেতু Samsung এর সাথে যুক্ত হয়ে এটি বেরুচ্ছে সেই কারণে আসা করা যাই যে এর মধ্যে হয়তো 108MP এর প্রধান রেয়ার ক্যামেরার সাথে আসবে। বাকি কোনো স্পেসিফিকেশন্স এখনো সঠিক নয় যদিও এই বছরের শেষের দিকেই হয়তো এই স্মার্টফোনে আমাদের হাতে চলে আসবে। আপাতত অপেক্ষা করুন লঞ্চ এর জন্য আর যদি সামনে আরো কোনো তথ্য পাই তাহলে অবসসই আমাদের তরফ থেকে আপডেট পেয়ে যাবেন।