Vivo iQOO V1955A স্মার্টফোন যা বিশ্বের প্রথম স্মার্টফোন Snapdragon 865 প্রসেসরের সাথে আসছে। এই স্মার্টফোন আজকে অফিসিয়ালি TENAA এর মধ্যে অন্তর্ভুক্ত হলো। এর পাশাপাশি এই স্মার্টফোনের কিছু সম্ভাব্য ফিচার্স ও আমাদের সামনে এলো যা সাধারণ দৃষ্টিতে অনেকটাই বিশাল।
Vivo iQOO এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.44-inch Full HD+ 20:9 Super AMOLED ডিসপ্লে। থাকবে Snapdragon 865 প্রসেসর Adreno 650 গ্রাফিক্সের সাথে। আসা করা যাচ্ছে তিনটি মেমরি ভেরিয়েন্ট এর সাথে আসবে এই স্মার্টফোন যার মধ্যে পেয়ে যেতে পারেন 8GB আর 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ এবং 12GB LPDDR4x RAM এর সাথে 256GB স্টোরেজ। স্বভাবতই এর মধ্যে Android 10 এর সাপোর্ট পেয়ে যাবেন সাথে ডুয়াল সিম এর সুবিধা। পিছনে থাকবে চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 64MP Sony IMX686 সেন্সর, একটি 13MP আলট্রা ওয়াইড সেন্সর একটি 13MP পেরিস্কোপ লেন্স এবং একটি 2MP ডেপ্ত সেন্সর। সামনে থাকবে 16MP পানচ হোল সেলফি ক্যামেরা। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি এর মধ্যে পেয়ে যাবেন 4370mAh এর একটি ব্যাটারী 55W ফাস্ট চার্জিং এর সাথে।
আর আগে থেকেই আমরা জানি যে Vivo প্রথম ভারতের বাজারে তাদের নুতুন Vivo iQOO 5G স্মার্টফোন প্রকাশ করতে চলেছে সুতরাং আর হয়তো কয়েক দিনের মধ্যেই আমাদের কাছে এই নুতুন স্মার্টফোনের বিস্তারিত তথ্য এসে যাবে।