Vivo এর কাছ থেকে আরো একটি টপ রেঞ্জ স্মার্টফোন আসতে চলেছে iQOO Neo 855+। এই অক্টোবর এ এই স্মার্টফোনটি TENAA তে অন্তর্ভুক্ত হয়েছিল এবং আজকে আরো কিছু ফিচারস এর সাথে AnTuTu বেঞ্চমার্ক এর মধ্যে তালিকা ভুক্ত হয়েছে।
নাম থেকে তো বোঝাই যাচ্ছে যে এর মধ্যে আপনি পেয়ে যেতে পারেন Snapdragon 855+ প্রসেসর। থাকবে একটি 6.38-inch এর 1080p একটি ডিসপ্লে। মেমরি হিসাবে সবচেয়ে টপ ভেরিয়েন্ট এর মধ্যে থাকবে 12GB RAM এর সাথে 128GB স্টোরেজ। যদিও কম ভেরিয়েন্ট এর মধ্যে কি থাকবে সেটা এখনো জানা যায়নি। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। USB Type C পোর্ট এর সাথে এর মধ্যে পেয়ে যেতে পারেন Android 9 এর সুবিধা। এতো কিছু স্পেসিফিকেশন এর মধ্যে তো এটা বোঝাই যাচ্ছে যে এটি একটি টপ এন্ড স্মার্টফোন যা পরের বছরের প্রথম দিকেই প্রকাশ পাবে।
যাই হোক iQOO Neo 855+ এর উপর আর কোনো তথ্য নেই এখন TENAA তে যখন লিস্টিং হয়ে গেছে তখন এর হয়তো আরো ডিটেলস তথ্য আমরা আপনাদেরকে দিতে পারবো। আর কোনো বিষের তথ্য আমাদের কাছে আপাতত নেই দেখা যাক আগামী দিনে কি হয়।