আগের দিন আমরা Samsung এর যে ফোল্ডাবেল স্মার্টফোনের কথা বলেছিলাম সেই স্মার্টফোন আজকে অন্য নাম আমাদের কাছে লিক হলো। যে ডিভাইস এর কোড নাম আমরা জানিয়েছিলাম যে ‘Bloom’ এবং হয়তো নাম হতে পারে Galaxy Fold 2 সেই স্মার্টফোনে আজকে W সিরিজ এর Samsung W20 5G নামে আমাদের সামনে এলো। যাই হোক এটি সেই একই স্মার্টফোন যার উপর নুতুন করে কোনো তথ্য আসে নি। শুধু এই টুকু সঠিক হলো যে এই নভেম্বর মাসেই এটি প্রকাশ হবে এটি যদিও আগের খবর অনুযায়ী এটি সামনের বছর আসার কথা ছিল।
আর মানে এই মাসে আমরা দুটো ফোল্ডাবেল স্মার্টফোন দেখতে পাবো দুটো বড়ো কোম্পানির তরফ থেকে যেখানে কালকের লিক থেকে Moto razr এবং আজকের Samsung W20 5G। যাই হোক দুটো স্মার্টফোনেই কনসেপ্ট অনেকটা একই রকমের। আগের দিনের তথ্য অনুযায়ী এর মধ্যে একটি 6.7-inch সম্পূর্ণ ডিসপ্লে পাবেন ওয়াটার ড্রপ নোটচ এর সাথে। এবং পিছনে থাকবে 1-inch ডিসপ্লে। লেটেস্ট Exynos 990 5G প্রসেসর এর সাথে। 180 ডিগ্ৰী অব্দি যেকোনো পজিশন এ আপনি এটিকে ব্যাবহার করতে পারবেন।
যাই হোক এর উপর আপাতত আর বিশেষ কোনো তথ্য নেই তবে যেহেতু এই মাসেই প্রকাশ পেতে চলেছে সেই কারণে বলা যেতেই পারে যে আরো হয়তো ডিটেলস ফীচার আমাদের সামনে আসতে পারে। যদিও প্রকাশের দিন এমনিতেও জানা যাবে।