Samsung এর আগত পরবর্তী ফ্ল্যাগশিপ Note সিরিজ এর Note 20 স্মার্টফোন সামনের মাসেই প্রকাশ পেতে চলেছে। এই সিরিজ এর অনেকগুলো স্মার্টফোন আসবে যার মধ্যে সর্বোচ্ছ হলো Note 20 Ultra যার কিছু লাইভ চিত্র আমাদের সামনে এলো।
অনেকদিন ধরেই এর উপর অনেক ধরণের গুজব তথ্য আমাদের কাছে আসছিলো যদিও কোনোটাই এখনো অব্দি ফাইনাল না। তবে আজকের অফিসিয়াল চিত্র দিয়ে যেটা দেখা যাচ্ছে যে এখানে আপনি পেয়ে যাবেন Mystic Bronze রঙের একটি ভার্সন। এর মধ্যে থাকতে পারে One UI 2.5 যা আসা করা যাচ্ছে Snapdragon 865+ প্রসেসর এর দ্বারা চালিত হবে। উপরে আর নিচে একদম ছোট বেজেলস থাকছে এবং পশে হয়তো বাঁকানো ডিসপ্লে পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী এই ডিসপ্লের সাইজ 6.9-inch যা 120Hz রিফ্রেশ রেট এর সাথে আসবে। এছাড়াও ডিসপ্লের উপরেই থাকছে একটি পানচ হোল ক্যামেরা যা Note 10+ এর থেকে আকারে ছোট।
S Pen কে এখানে বাম দিকে রাখা হয়েছে এবং স্পিকার কে ডান দিকে। পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা যার মধ্যে প্রধান হয়তো 108MP সেন্সর সঙ্গে 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি 13MP পেরিস্কোপ ক্যামেরা এবং শেষে একটি 3D ToF সেন্সর।
আর সেরকম কোনো তথ্য নেই তবে ওই দিনেই একই সাথে samsung হয়তো তাদের আরো অনেক ডিভাইস প্রকাশ করতে পারে যেমন Galaxy Z Fold 2 (Galaxy Fold 2), এবং the Galaxy Z Flip 5G।