Redmi এর K20 সিরিজ খুবই জনপ্রিয় এবং কম দামের মধ্যে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন সবার নজর কেড়েছে বিশেষ করে ভারতবাসীর। এই সাফল্যের দিকে তাকিয়ে আজকে Xiaomi এর জেনারেল ম্যানেজার Lu Weibing স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই একই সিরিজ এর আরো একটি স্মার্টফোন প্রকাশ পেতে চলেছে K30 নামে। যদিও এখনো এটা স্পষ্ট নয় যে শুধুমাত্র K30 ভেরিয়েন্ট এ আসবে নাকি এখানেও Pro ভেরিয়েন্ট থাকবে।
যাই হোক আজকে এই মন্তব্যের পাশাপাশি এর কিছু ফিচার্স আমাদের সামনে উঠে এসেছে। যেমন এই ভেরিয়েন্ট এর মধ্যে আপনি পেয়ে যাবেন 5G এর সাপোর্ট। এবার প্রশ্ন হচ্ছে প্রসেসর কি থাকবে। তো এখানে আন্দাজ করা যাচ্ছে যেহেতু কোয়ালকম আগে বলেছিলো যে পুরানো স্মার্টফোনের মধ্যে 5G এর সাপোর্ট দেওয়া হবে সেই কারণে হয়তো এর মধ্যে Snapdragon 7 সিরিজ এর কোনো একটি প্রসেসর থাকবে যেটা SA এবং NSA দুটোই সাপোর্ট করবে।
বাকি ফিচারস বলতে এখানে সামনে দুটি ফ্রন্ট ক্যামেরা থাকছে যেটি ডিসপ্লের উপরে। বেজেলস খুব কম থাকবে আর পিছনে হয়তো চারটি ক্যামেরা থাকবে। যেহেতু এর মধ্যে আপনি 5G এর সাপোর্ট পাচ্ছেন সুতরাং এর ব্যাটারি ক্যাপাসিটি খুব বেশি হবে। এছাড়া আরো কোনো তথ্য প্রকাশ হয়নি। তবে খুব তাড়াতাড়ি আমরা এটিকে সামনে পাবো বলে আসা রাখছি।