Xiaomi দুদিন আগেই নিশ্চিত করেছিল যে এই অগাস্ট মাসের 4 তারিখে তারা ভারতের বাজারে অফিসিয়ালি তাদের নুতুন মিডরেঞ্জ স্মার্টফোন Redmi 9 Prime প্রকাশ করবে। যদিও অনেক তথ্য অনুযায়ী এই স্মার্টফোন Redmi 9 এর গ্লোবাল ভার্সন হিসাবে প্রকাশ পাচ্ছে। আজকে Xiaomi India এর MD Manu Jain একটা টুইটের মাধ্যমে জানান যে এই স্মার্টফোনের মধ্যে FullHD+ ডিসপ্লে থাকবে।
এখন এছাড়া আর সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই তবে যেহেতু এটি Redmi 9 এর গ্লোবাল ভার্সন সেই কারণে বাকি সমস্ত ফিচার্স আসা করি একই রকমের হবে। তো তাদের মধ্যে উন্নত ছিল একটি 6.53-inch Full HD+ ডিসপ্লে। থাকছে MediaTek Helio G80 প্রসেসর, 3/4 GB RAM এর সাথে 32/64 GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল সিম এবং Android 10 এর সাপোর্ট থাকছে। পিছনে চারটি ক্যামেরা থাকছে যার মধ্যে 13MP প্রধান ক্যামেরার সাথে 8MP 118° আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি 5MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপ্ত ক্যামেরা। সামনে থাকতে পারে 8MP সেলফি ক্যামেরা। পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকবে 5020mAh ব্যাটারির সাথে 18W ফাস্ট চার্জিং।
এর পরে বাকি সমস্ত ফিচার্স এবং ভারতের বাজারে এর মূল্য সেটা প্রকাশ পাবার দিনেই জানা যাবে। আগস্টের 4 তারিখে অফিসিয়ালি দুপুর 12 টাতে প্রকাশ পাবে।