Redmi তাদের আরো দুটো নুতুন ডিজাইন এবং নুতুন ফিচার্স এর সাথে পাওয়ার ব্যাঙ্ক আজকে ভারতের বাজারে প্রকাশ করে দিলো তাদের নুতুন বাজেট Redmi 8A Dual স্মার্টফোনের সাথে। কয়েকদিন ধরে এর উপর অনেক রকমের খবর আসছিলো এমনকি একটি ভিডিও ও প্রকাশ পেয়েছিলো।
ব্যাটারী ক্যাপাসিটি বাদে বাকি সমস্ত ফিচার্স প্রায় একই। যেমন দুটো পাওয়ার ব্যাঙ্ক এই polycarbonate বডি থাকছে। বডির একদিকে একটি পাওয়ার সুইচ এবং LED নোটিফিকেশন লাইট। দুটোর মধ্যেই আপনি USB Type-C এবং micro USB এর ইনপুট পেয়ে যাবেন যাতে করে আপনি যেকোনো চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। আর থাকছে দুটো USB Type-A ফাস্ট আউটপুট। শুধু তাই নয় এই পাওয়ার ব্যাঙ্ক গুলোর মধ্যে স্মার্ট টেকনোলজি দেওয়া হয়েছে যাতে করে এটি অতিরিক্ত কারেন্ট এবং শর্ট সার্কিট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এছাড়াও পাওয়ার সুইচ দুবার ক্লিক করে আপনি low-power মোড সেট করতে পারবেন যাতে করে আপনি Mi Band, Mi Bluetooth headset এবং এই ধরণের ডিভাইস চার্জ করতে পারেন।
এই সুন্দর দেখতে Redmi 10000mAh এবং 20000mAh powerbank সাদা এবং কালো রঙের সাথে ভারতের বাজারে পাওয়া যাবে ফেব্রূয়ারির 18 তারিখ থেকে Mi.com এর মাধ্যমে। Redmi 10000mAh এবং 20000mAh powerbank এর মূল্য যথাক্রমে 799 টাকা এবং 1499 টাকা।