এবছরের শুরুতেই Realme তাদের প্রথম 5G স্মার্টফোন X50 5G চীনের বাজারে আগের মাসেই প্রকাশ করেছিল এবার তাদের নুতুন ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন X50 Pro 5G বিশ্ববাজারের সামনে আসতে চলেছে এই ফেব্রুয়ারি 24 তারিখে। তার মানে এই MWC যে আপনি অফিসিয়ালি পেয়ে যাবেন এই নুতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
CMO Xu Qi Chase অফিসিলয় এই খবর প্রকাশ করেছে এবং তারই সাথে এই স্মার্টফোন সংক্রান্ত কিছু চিত্র যার মধ্যে এর কিছু কিছু সম্ভাব্য ফিচার্স দেখা যাচ্ছে। যেমন এখানে আপনি 1080×2400 পিক্সেল এর সাথে একটি AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন আর সেটির রিফ্রেশ রেট 120Hz। সাথে পেয়ে যাবেন 5G মোডেম যুক্ত সর্বোচ্চ Snapdragon 865 প্রসেসর। আর থাকছে 12GB LPDDR5 RAM এর সাথে 256GB এর ইন্টারনাল স্টোরেজ। আর স্বভাবতই Android 10 তো পাবেনই। ক্যামেরা সংক্রান্ত সেরকম কোনো তথ্য নেই তবে সামনের দিকে দুটো পানচ হোল ক্যামেরা থাকবে। আর থাকবে একটি বিশাল ব্যাটারি 50W ফাস্ট চারজিং এর সাথে।
বাকি সেরকম আর কোনো তথ্য নেই। এবার বাকি সমস্ত ডিটেইলস আপনি প্রকাশ পাবার দিনেই জানতে পারবেন যেটা সরাসরি ফেব্রুয়ারির 24 তারিখে দুপুর 1 টা(IST) থেকে দেখা যাবে।