Realme এর তরফ থেকে আরো একটি বাজেট স্মার্টফোন আজকে অফিসিয়ালি প্রকাশ পেলো realme C12 নামে। এই স্মার্টফোন সামনের সপ্তাহেই ভারতের বাজারে প্রকাশ পাবে। দেখে নেওয়া যাক এর সম্পূর্ণ ফিচার্স গুলো।
এখানে পেয়ে যাচ্ছেন 6.5-inch HD+ ডিসপ্লে। থাকছে MediaTek Helio G35 প্রসেসর PowerVR GE8320 গ্রাফিক্স এর সাথে। ভিতরে থাকছে 3GB RAM এর সাথে 32GB স্টোরেজ। যা আপনি চাইলে microSD এর সাহায্যে বাড়াতেও পারেন। ডেডিকেটেড ডুয়াল সিম এর পাশাপাশি এর মধ্যে পেয়ে যাবেন Android 10 এর সাপোর্ট। পিছনে পেয়ে যাবেন তিনটি রেয়ার ক্যামেরা যার মধ্যে 13MP প্রধান রেয়ার ক্যামেরার সাথে একটি 2MP B&W লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সামনে পেয়ে যাবেন 5MP ফ্রম notch ফ্রন্ট ক্যামেরা। P2i কোটিং যুক্ত এই স্মার্টফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকবে 6000mAh এর ব্যাটারি 10W ফাস্ট চার্জিং এর সাথে।
realme C12 ইন্দোনেশিয়ার বাজারে মূল্য 18,99,000 Indonesian Rupiah। ভারতের বাজারে পরের সপ্তাহেই প্রকাশ পাবে 10000 টাকার মধ্যেই।