POCO কিছুদিন আগেই Xiaomi এর থেকে ভাগ হয়ে আলাদা স্মার্টফোন কোম্পানি হয়ে গেছে আর ঠিক তার পরেই যে F1 এর দ্বিতীয় ভার্সন এর জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম সেই দ্বিতীয় স্মার্টফোন আজকে অফিসিয়ালি কন্ফার্ম হয়ে গেলো। সামনের ফেব্রুয়ারী মাসের 4 তারিখে ভারতের বাজারে অফিসিয়ালি প্রকাশ পেয়ে যাবে POCO X2 স্মার্টফোন Flipkart এর মাধ্যমে।
এতদিন অব্দি শুধু আমাদের কাছে তথ্য ছিল কিন্তু আজকে কিছু অফিসিয়ালি চিত্র পাওয়া গেলো যেখানে এই স্মার্টফোনে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স এর সম্পর্কে জানা গেলো। যার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে ‘extreme’ রিফ্রেশ রেট এর সাথে আসছে ডিসপ্লে শুধু মাত্র গেমিং এর জন্য। এখন সঠিক রিফ্রেশ রেট কত হবে সেটা এখনো জানা যায়নি তবে smoothaf.co.in এর মধ্যে 60Hz এবং 90Hz এর ডিসপ্লে উপর কথা বলেছে যেখানে কোম্পানি বলতে চেয়েছে যে এই দুটো রিফ্রেশ রেট অনেক পুরানো এবং যদি আপনারা এগুলে সন্তুষ্ট না থাকেন তাহলে এর থেকেও ভালো রিফ্রেশ যুক্ত স্মার্টফোন নিয়ে আসুন। সুতরাং আসা করা যাই যে এর মধ্যে 120Hz এর ডিসপ্লে থাকতে পারে।
Snapdragon প্রসেসরের এর পাশাপাশি গেমিং এর জন্য এর মধ্যে থাকছে লিকুইড কুলিং টেকনোলজি। থাকতে পারে পপ আপ সেলফি ক্যামেরা এবং পিছনের রেয়ার ক্যামেরা মধ্যে প্রধান ক্যামেরাটি হবে Sony IMX686 64MP এর সেন্সর। USB Type-C এবং ফাস্ট চার্জিং এর সাথে একটি বড়োসড়ো ব্যাটারী পেয়ে যেতে পারেন। 3.5mm এর হেডফোন জ্যাক ও পেয়ে যাবেন। আর আপাতত তেমন কোনো তথ্য নেই তবে আগামী দিনে হয়তো আরো অনেক তথ্য বাজারে আসবে।