আর কয়েকদিন পরেই বার্সেলোনা তে এবছরের MWC অনুষ্ঠিত হতে চলেছে যেখানে আমরা বিভিন্ন কোম্পানির তরফ থেকে বিভিন্ন স্মার্ট গ্যাজেট পেয়ে যাবো। যাই হোক এই অনুষ্ঠানে Oppo তাদের নুতুন এবং এবছরের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Find X2 ফেব্রুয়ারির 22 তারিখে অফিসিয়ালি প্রকাশ করতে চলেছে।
এমনকি কোম্পানির তোর থেকে এটি প্রথম ডিভাইস যার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক Snapdragon 865 প্রসেসর পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে আপনি Oppo এর সমস্ত স্মার্টফোনের চাইতে উন্নত ডিসপ্লেও থাকবে। কারণ আগের কয়েকটা তথ্য অনুযায়ী এর মধ্যে আপনি পেয়ে যেতে পারেন 6.5-inch Samsung OLED কার্ভড ডিসপ্লে যার রিসোলিউশন 3168×1440 pixels। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে থাকবে 120Hz refresh rate। মানে এর ডিসপ্লে নিয়ে আপনাদের মনে কোনোরকমের সমস্যা জন্মাবে না।
প্রথমের দিকে এই স্মার্টফোনের মধ্যে আন্ডার ডিসপ্লে ক্যামেরার কথা বলা হলেও এখন আপাতত সেরকম কিছু থাকছে না তার পরিবর্তে হয়তো পানচ হোল ক্যামেরা পেয়ে যাবেন। যাই হোক এর পিছনে হয়তো চারটে ক্যামেরা পেয়ে যাবেন যার মধ্যে প্রধান হতে পারে 48MP IMX689 সেন্সর। আর থাকতে পারে একটি বড়ো ব্যাটারী যার মধ্যে আপনি 65W ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাবেন। যাই হোক আর সেরকম কোনো তথ্য নেই তবে সামনের কয়েকদিনের মধ্যেই আমরা এই স্মার্টফোনের সবকিছুই আমাদের সামনে পেয়ে যাবো।