কিছুদিন আগেই বলেছি PUBG অথবা প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস এর নুতন একটি ভার্সন আসতে চলেছে কিন্তু তার আগেই ডেভেলপার টেনসেন্ট গেমস নুতন এক টুর্নামেন্ট এর আয়োজন করছে সমস্ত PUBG প্লেয়ারদের কে নিয়ে। সম্ভবত ভারতীয় প্লেয়ারদের এই গমের এর প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই টুর্নামেন্ট এর আয়োজন করেছে। এটা আপাতত ভারতের সবচেয়ে বোরো গেমিং টুর্নামেন্ট তার বিজেতা পেয়ে যাবে ১ কোটি টাকা। আসুন দেখি কিভাবে অংশগ্রহণ করা যায়।

PUBG টুর্নামেন্টের যাবতীয় তথ্য
১. ইচ্ছুক প্লেয়ার রা সরাসরি PUBG মোবাইল ইন্ডিয়া সিরিজ ২০১৯ এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারে।
২. অংশগ্রহণের জন্য কোনো মূল্য লাগবে না তবে সর্বাধিক ২০ লেভেল অব্দি না হয় অব্দি এখানে নুঠিভুক্ত হয় যাবে না.
৩. যদি কোনো প্লেয়ারের কোনো স্কোয়াড আইডি থাকে তাহলে সে সরাসরি নথিভুক্ত হতে পারবে আর নয়তো নুতন স্কোয়াড আইডি তৈরি করে অন্যান্য প্লেয়ারদের কে যোগদান করতে পারবে।
৪. এই টুর্নামেন্টের মোট তিনটি রাউন্ড থাকবে। প্রথমের দুটো কোয়ালিফাইং রাউন্ড এবং তার পর আসবে ফাইনাল রাউন্ড।
৫. কোয়ালিফাইং রাউন্ড চলবে ২১ – ২৭ জানুয়ারি অব্দি যার মধ্যে থাকছে ১৫টি ক্লাসিক রাউন্ড।
৬. কিল কাউন্ট, সারভাইভাল টাইম, অ্যাকিউরেসি ও টিম প্লের উপর ভিত্তি করে প্রথম ১০ জন কে নির্বাচন করা হবে রাউন্ড ২ এর জন্য।
৭. দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ড চলবে ১০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি অব্দি যেখানে ২০০০ স্কোয়াডকে ১০০টি গ্রূপের মধ্যে খেলানো হবে সুতরাং প্রতিটা গ্রূপে ২০টি করে স্কোয়াড থাকবে। এবার এদের মধ্য থেকে ৪০০টি স্কোয়াডকে ২০টি গ্রূপের মধ্যে খেলানো হবে এবং সেখান থেকে ৮০টি স্কোয়াডকে কে নিয়ে ৪টি গ্রূপে খেলানো হবে আর এর মধ্যে ৫ টা দল খেলবে ফাইনাল রাউন্ড।
৮. ফাইনাল রাউন্ড হবে মার্চ মাসে। যে দোল জিতবে তারা পেয়ে যাবে ১ কোটি টাকা পুরস্কার।