2020 তে Moto তাদের আরো দুটো ফ্ল্যাগশিপ স্মার্টফোন One 2020 এবং One 2020 5G খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছে আর সেই দুটো স্মার্টফোনের আজকে কিছু চিত্র এবং কিছু সম্ভাব্য ফিচার্স আমাদের সামনে এলো। যেমন এই স্মার্টফোন দুটির মধ্যে আমরা 6.67-inch কার্ভড “waterfall” ডিসপ্লে পেয়ে যাবেন যার রিফ্রেশ রেট 90Hz।
এছাড়াও One 2020, “burton” / “racer turbo” কোড নামে সম্মোধন করা হয়েছে যার মধ্যে থাকতে পারে Snapdragon 765 7nm EUV প্রসেসর Adreno 620 গ্রাফিক্স এর সাথে। থাকতে পারে 6GB RAM এর সাথ 128GB ইন্টারনাল স্টোরেজ। আর পেয়ে যাবেন Android 10 এর পাশাপাশি NFC এর সাপোর্ট। 4660mAh এর একটি শক্তিশালী ব্যাটারী ও থাকবে। এদিকে One 2020 5G, “racer” / “racer 5G” কোড নামে আসবে এবং এর মধ্যে পেয়ে যাবেন Snapdragon 865 প্রসেসর। হয়তো দুটো RAM ভেরিয়েন্ট থাকবে 8GB এবং 12GB। স্টোরেজ কত থাকবে সে বেপারে কোনো তথ্য নেই। এখানেও Android 10 এর সাথে একটি বিরাট 5169mAh এর ব্যাটারী।
দুটোরই সামনে পানচ হোল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্টফোন দুটির মধ্যে একটি নুতুন সফটওয়্যার থাকবে, একটি নুতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্স- Motorola Edge Assistant। যাই হোক আর কোনো বিশেষ তথ্য নেই তবে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোন আমাদের সামনে এসে যাবে।