Samsung এর Galaxy A সিরিজ এর আরো একটি স্মার্টফোন Galaxy A51 আজকে অফিসিয়ালি ভিয়েতনাম এ প্রকাশ পেলো। যদিও আগে এর উপর অনেক তথ্য প্রকাশ পেয়েছে তবুও আজকে ফাইনাল ফিচার্স গুলো দেখে নিই।
Samsung Galaxy A51 এর বিস্তারিত বিবরণী
প্রথমেই এর মধ্যে পেয়ে যাবেন একটি 6.5-inch এর HD+ Infinity-O Super AMOLED ডিসপ্লে। আর থাকবে Exynos 9611 প্রসেসর Mali-G72 গ্রাফিক্স এর সাথে। মোট তিনটি মেমোরি ভাটিয়েন্টস থাকবে; 4GB RAM এর সাথে 64GB স্টোরেজ, আর 6GB এবং 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ। আপনি চাইলে 512GB অব্দি বাড়াতে পারবেন মেমোরি কার্ড এর দ্বারা। আর ডেডিকেটেড ডুয়াল সিম এর সাথে পেয়ে যাবেন Android 10।
পিছনে চারচৌক মডিউলের মধ্যে চারটি রেয়ার ক্যামেরা থাকবে সাথে একটি LED ফ্লাশ। এর মধ্যে প্রধান হলো 48MP এর সেন্সর সাথে একটি 12MP 123° আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 5MP ডেপথ সেন্সর এবং 5MP ম্যাক্রো ক্যামেরা। সামনে থাকবে 32MP ফ্রন্ট পানচ হোল ক্যামেরা। এই স্মার্টফোনের পিছনের ডিজাইন টাও খুব সুন্দর যেখানে mirror ব্যাক এর মধ্যে diamond কাট ডিজাইন সঙ্গে একাধিক রঙের ফিনিশ। আর থাকবে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 3.5mm হেডফোন জ্যাক এর পাশাপাশি এখানে থাকবে একটি শক্তিশালী 4000mAh ব্যাটারী 15W ফাস্ট চার্জিং এর সাথে।
Samsung Galaxy A51 এর মূল্য
আপাতত ভিয়েতনামের বাজারে Samsung Galaxy A51 এর 6GB + 128GB স্টোরেজ ভার্সন টি পাওয়া যাচ্ছে যার মূল্য 7,990,000 VND (প্রায় 24,485 টাকা) এবং Prism Crush Black, White, Blue এবং Pink রং এর সাথে পাওয়া যাবে। ডিসেম্বর এর 16 তারিখ থেকে পৃ-অর্ডার শুরু হবে এবং ডিসেম্বর এর 27 তারিখ থেকে হাতে পাবেন। এমনকি যারা পৃ-অর্ডার করবে তারা স্মার্টফোনের সাথে একটি Samsung C&T ITFIT A08C wireless Bluetooth headset এবং একটি Samsung 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক একদম বিনামূল্যে পেয়ে যাবেন। বাকি দুটো ভেরিয়েন্ট কত মূল্যে আসবে এবং কবে পাওয়া যাবে এখনো জানায় নি কোম্পানি।