আরো একটি স্মার্টফোন Realme এর তরফ থেকে যার মধ্যেও থাকছে 64MP এর একটি রেয়ার ক্যামেরা। এর আগে সর্বপ্রথম বাজারে প্রকাশ করেছিল Realme XT যদিও ভারতের বাজারে এটি realme XT 730G নামে ডিসেম্বর মাসে প্রকাশ পাবে। দেখে নিই এর ফিচারস গুলো কি কি।
Realme X2 এর বিস্তারিত বিবরণী
এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.4-inch Full HD+ AMOLED ডিসপ্লে যেটি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন এর মধ্যে থাকবে। আর থাকবে Snapdragon 730G প্রসেসর Adreno 618 গ্রাফিক্স এর সাথে। মেমরি হিসাবে দুটো ভার্সন থাকবে, 6GB RAM এর সাথে 64GB স্টোরেজ এবং 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ। আপনি চাইলে এটির স্টোরেজ বাড়াতেও পারেন 256GB অব্দি microSD কার্ড এর দ্বারা।
এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যামেরা যেখানে পিছনে থাকবে 64MP এর প্রধান রেয়ার ক্যামেরা সঙ্গে Samsung GW1 sensor, LED flash, EIS আর থাকবে 8MP 119° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ডেপ্ত ক্যামেরার সাথে 2MP ম্যাক্রো ক্যামেরা। সামনে পেয়ে যাবেন 32MP ফ্রন্ট ক্যামেরা। আর থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 4000mAh এর একটি ব্যাটারী পেয়ে যাবেন সাথে 30W VOOC ফাস্ট চার্জিং এর সাথে। বাজারে আপাতত Pearl White এবং Pearl Blue এই দুটি রঙের সাথে আসবে।
Realme X2 এর মূল্য
realme X2 এর 6GB RAM ভেরিয়েন্ট এবং 8GB RAM ভেরিয়েন্ট এর মূল্য যথাক্রমে 1599 yuan (প্রায় 15910 টাকা) এবং 1899 yuan (প্রায় 18,900 টাকা)। ভারতের বাজারে এর সঠিক মূল্য কত হবে সেটা তো সামনের ডিসেম্বর মাসেই জানা যাবে।