শেষমেশ চীনের বাজারে অফিসিয়ালি প্রকাশ করে দিলো A সিরিজ এর আরো দুটো মিডরেঞ্জ স্মার্টফোন A91 এবং A8। অনেক দিন আগে থেকেই বিভিন্ন তথ্য আমাদের কাছে আসছিলো।
Oppo A91 এর বিস্তারিত বিবরণী
এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 6.4-inch AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকছে MediaTek Helio P70 প্রসেসর Mali G72 MP3 গ্রাফিক্স এর সাথে। ভিতরে 8GB RAM এর সাথে পেয়ে যাবেন 128GB স্টোরেজ, যা 256GB অব্দি বাড়ানো যাবে microSD কার্ড এর দ্বারা। ডুয়াল সিম এর সাথে থাকবে Android 9.0 এর সাপোর্ট।
পিছনে থাকবে চারটে রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 48MP সেন্সর সঙ্গে একটি 8MP 119° আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সামনে থাকবে 16MP নচ ফ্রন্ট ক্যামেরা। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাথে পেয়ে যাবেন 3.5mm এর হেডফোন জ্যাক। 4025mAh এর একটি ব্যাটারি থাকবে VOOC 3.0 ফাস্ট চারজিং এর সাথে।
Oppo A8 এর বিস্তারিত বিবরণী
এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.5-inch HD+ ডিসপ্লে। থাকবে MediaTek P35 প্রসেসর। 4GB RAM এর পাশাপাশি এর মধ্যে থাকবে 128GB এর স্টোরেজ যা 256GB অব্দি বাড়ানো যাবে microSD কার্ড এর দ্বারা। ডেডিকেটেড ডুয়াল সিম এর সাথে থাকবে Android 9 এর সাপোর্ট।
এখানে আপনি পিছনে তিনটি রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন যার মধ্যে প্রধান 12MP এর সেনসর সঙ্গে একটি 2MP ডেপথ ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সামনে থাকবে 8MP এর একটি ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকবে পিছনে। আর পেয়ে যাবেন 4230mAh এর একটি ব্যাটারি।
Oppo A91 এবং Oppo A8 এর মূল্য
Oppo A91 এর White, Blue এবং Red রং এর ভেরিয়েন্ট এর মূল্য 1999 yuan (প্রায় 20,300 টাকা) আর Oppo A8 এর Black এবং White রং এর ভ্যারিনেট এর মূল্য 1199 yuan (প্রায় 12,170 টাকা)। দুটোই সামনের 26 তারিখ থেকে চীনের বাজারে পাওয়া যাবে।