Huawei এর তরফ থেকে আরো একটি মিড রেঞ্জ স্মার্টফোন বিশ্ববাজারে প্রকাশ পেয়ে গেল। এটি Nova সিরিজ এর নুতুন স্মার্টফোন। চীনে তে প্রকাশ পাওয়া এই নুতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন গুলো দেখে নিই।
Huawei Nova 5Z এর বিস্তারিত বিবরণী
এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি 6.26-ইঞ্চি এর সম্পূর্ণ এইচডি+ IPS ডিসপ্লে। ভিতরে থাকবে একটি Kirin 810 7nm প্রসেসর সাথে ARM Mali-G52 গ্রাফিক্স। মেমরি হিসাবে পেয়ে যাবেন 6GB RAM এর সাথে 64GB এবং 128GB স্টোরেজ। 256GB অব্দি এই মেমরি বাড়াতে পারবেন microSD কার্ড এর দ্বারা। Android 9.0 এর পাশাপাশি এর মধ্যে থাকবে হাইব্রিড ডুয়াল সিম এর সাপোর্ট।
পিছনে পেয়ে যাবেন চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 48MP Sony IMX586 সেন্সর আর 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপ্ত ক্যামেরা। সামনে থাকবে 32MP এর ফ্রন্ট ক্যামেরা। পিছনে থাকবে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকবে একটি শক্তিশালী 4000mAh এর ব্যাটারী যার মধ্যে 20W ফাস্ট চার্জিং এর সুবিধা থাকবে যাতে করে এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন।
Huawei Nova 5Z এর মূল্য
Huawei Nova 5Z এর 64GB এবং 128GB ভার্সন এর মূল্য যথাক্রমে 1599 yuan (প্রায় 16000 টাকা) এবং 1799 yuan (প্রায় 17000 টাকা)। নভেম্বর এর প্রথম থেকেই চীনের বাজারে পাওয়া যাবে। ভারতে কবে আসবে সে বেপারে কোনো খবর নেই।