বাজেট স্মার্টফোনের পাশাপাশি আরো একটি মিড-রেঞ্জ স্মার্টফোন Lenovo K10 Note ভারতের বাজারে প্রকাশ পেয়ে গেল। চলুন দেখে নেওয়া যাক এটির যাবতীয় ফিচারস গুলো।
Lenovo K10 Note এর বিস্তারিত বিবরণী
এখানে আপনি পেয়ে যাবেন 6.39-inch LTPS ডিসপ্লে। আর থাকছে Snapdragon 710 প্রসেসর সঙ্গে Adreno 616 গ্রাফিক্স। দুটো মেমরি ভারিইনস্ট এর সাথে আসবে যেখান 4GB এর সাথে 64GB স্টোরেজ এবং 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ। সর্বাধিক 256GB অব্দি বাড়াতে পারবেন microSD কার্ড এর দ্বারা। এর ভিতরে পেয়ে যাবেন Android 9.0 Pie।
পিছনে থাকছে 16MP প্রধান ক্যামেরার সাথে 8MP টেলিফোটো ক্যামেরা। এবং থাকছে একটি 5MP পোট্রেট ক্যামেরা। সামনে পেয়ে যাবেন 16MP এর একটি ক্যামেরা। এছাড়াও থাকছে পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 4050mAh ব্যাটারী 18W ফাস্ট চার্জিং এর সাথে।
Lenovo K10 Note এর মূল্য
Lenovo K10 Note এর দুটো ভেরিয়েন্টস 4GB RAM এবং 6GB RAM এর মূল্য 13,999 টাকা এবং 15,999 টাকা। 16ই সেপ্টেম্বর থেকে সরাসরি Flipkart এর দ্বারা আপনি এটিকে কিনতে পারবেন। ভারতের বাজারে Knight Black এবং Stardust Blue এই দুটি রঙে পাওয়া যাবে।