বিগত কিছুদিন ধরেই Lenovo তার আগত নুতন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিষয়ে কথা বার্তা বেরিয়ে আসছিলো। আজকে কোম্পানির CEO Chang Cheng কন্ফার্ম করে দিয়েছেন যে এই Z6 Pro স্মার্টফোনটি এই মাসের শেষের দিক এ চীনের বাজারে প্রকাশ পাবে এবং এর মধ্যে হয়তো Snapdragon 855 প্রসেসর থাকতে পারে।

আরো আধুনিক কিছু লিকস এর দ্বারা জানতে পেরেছি যে এই স্মার্টফোনের মধ্যে হাইপার ভিডিও ফিচারস এর সাথে যদিও কবে আসবে সেটা এখনো কন্ফার্ম নয়। কারণ কোম্পানি অনুযায়ী এই স্মার্টফোন প্রকাশ হবার এক মাস পর এই ফীচার আসতে পারে আবার এটা আসতে আসতে এক বছর লাগতে পারে।
যে ছবি আজকে প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে red রং এর ভেরিয়েন্ট এ এবং গ্লাস ব্যাক এর সঙ্গে আসতে পারে এই স্মার্টফোন যার পিছনে একটি বড়ো মাপের রেয়ার ক্যামেরা থাকছে। আর থাকতে পারে 27w এর ফাস্ট চার্জিং। আপাতত আর কোনো তথ্য নেই আসা করা যায় সামনে আরো কিছু তথ্য পাবো।