VMall হলো Huawei এর নিজস্য একটি অনলাইন শপিং স্টোর। তো Huawei এর আগত নুতুন 5G স্মার্টফোন Huawei Nova 6 5G এই VMall এর মধ্যে চলে এলো কিছু অরিজিনাল ছবির সাথে। আগের মাস থেকেই এই স্মার্টফোনের বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে আসছে এমনকি সামনের ডিসেম্বর মাসের 5 তারিখে এটি প্রকাশ পাবে সেটাও কন্ফার্ম হয়ে গেছে।
আজকে এই স্টোরে দেখা গেলো যে কত রকমের রং এর ভেরিয়েন্ট এর সাথে এই স্মার্টফোন প্রকাশ পেতে চলেছে। এমনকি এই স্মার্টফোন 4G এবং 5G দুটো ভেরিয়েন্ট এই আসবে। যদিও সম্পূর্ণ ফিচারস এখানে দেওয়া হয়নি। কিন্তু এই টুকু কন্ফার্ম যে এই স্মার্টফোন Black, Blue, Blue-Purple এবং Red গ্রাডিয়েন্ট ভার্সন এর সাথে আসবে। 4G এবং 5G এই দুটো ভেরিয়েন্ট ই 8GB/128GB এবং 8GB/256GB স্টোরেজ এর সাথে আসবে।
আজকের ছবি থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের মধ্যে আপনি 3.5mm এর হেডফোন জ্যাক পেয়ে যাবেন। যাই হোক বাকি কোনো কিছু তো এখনো কন্ফার্ম নয় তবে আগের ফিচারস অনুযায়ী 6.39-inch OLED ডিসপ্লে এর সাথে Kirin 990 প্রসেসর। ক্যামেরা এখনো কন্ফার্ম নয় তবে একটি 105° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। সামনেও 32MP প্রধান ক্যামেরার সাথে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। আর হয়তো একটি 3900mAh এর ব্যাটারী পেয়ে যাবেন। যাই হোক বাকি তথ্য তো আমরা লাউন্চিং এর সময় দেখতে পাবো।