বহু প্রতীক্ষিত Realme X2 Pro স্মার্টফোন আজকে বিশ্ববাজারে প্রকাশ পেয়ে গেলো এর অসাধারণ ফিচারস এবং লুক্স এর সাথে। চলুন সময় নষ্ট না করে দেখে নিই এটির যাবতীয় ফিচারস।
Realme X2 Pro এর বিস্তারিত বিবরণী
Realme X2 Pro এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.5-inch Full HD+ Fluid AMOLED 2.5D curved glass ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন এর সাথে। এছাড়া থাকছে Snapdragon 855 Plus প্রসেসর। শুধু তাই নয়, এর অভ্যন্তরীণ উষ্ণতা কমানোর জন্য এর মধ্যে থাকছে লিকুইড কুলিং টেকনোলজি কার্বন ফাইবার দ্বারা আবৃত। মেমোরির দিক থেকে মোট তিনটি ভেরিয়েন্ট এর সাথে আসবে। 6GB RAM এর সাথে 64GB স্টোরেজ, 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ এবং 12GB RAM এর সাথে 256GB স্টোরেজ। Android 9.0 Pie এর সাথে আপনি পেয়ে যাবেন ডুয়াল সিম এর সাপোর্ট।
এবার আসি ক্যামেরায়, যেখানে পিছনে থাকছে চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে প্রধান হলো 64MP ক্যামেরা সঙ্গে Samsung GW1 sensor, LED flash, EIS। আর থাকছে একটি 13MP টেলিফোটো লেন্স এর সাথে 20x hybrid zoom আর 8MP 115° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্ত সেন্সর 960fps স্লো মো ভিডিও রেকর্ডিং এর জন্য। সামনে পেয়ে যাবেন 16MP ফ্রন্ট ক্যামেরা Sony IMX471 সেন্সরের সাথে।
এর পিছনেও থাকছে 3D গ্লাস ব্যাক কর্নিং গরিলা গ্লাস 5 এর সাথে। আর সামনে পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শুধু তাই নয় আর থাকছে Dolby Atmos এবং 4D game vibration মোড। এর মধ্যে আপনি পেয়ে যাবেন 4000mAh এর একটি ব্যাটারী 50W SuperVOOC ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জ এর সাথে যেটি এই ব্যাটারিকে 60% অব্দি চার্জ করতে পারবে মাত্র 15 মিনিটে।
আর একটি মাস্টার এডিশন ও থাকবে এই স্মার্টফোনের জের পিছনে পেয়ে যাবেন বিখ্যাত জাপানি ডিজাইনার Naoto Fukasawa এর স্বাক্ষর এবং লোগো।
Realme X2 Pro এর মূল্য
The realme X2 Pro এর 6GB + 64GB ভেরিয়েন্ট এর মূল্য হবে US$ 381 থেকে US$ 439 এর মধ্যে। 8GB + 128GB ভার্সন এর মূল্য হবে US$ 409 থেকে US$ 494 এর মধ্যে। 12GB + 256GB ভার্সন এবং মাস্টার এডিশন এর মূল্য যথাক্রমে US$ 466 (প্রায় 33,215 টাকা ) এবং US$ 549 (প্রায় 39,265 টাকা)। চীনের বাজারে এই স্মার্টফোন পাওয়া যাবে অক্টোবর এর 18 তারিখ থেকে এবং ইউরোপ এর বাজারে পাওয়া যাবে নভেম্বর থেকে। আর সামনের ডিসেম্বর থেকে ভারতের বাজারে পাওয়া যাবে।