এতদিন অব্দি আমাদের কাছে খবর ছিল যে ভারতের বাজারে প্রথম স্মার্টফোন Vivo প্রকাশ করতে চলেছে iQOO 3 5G নামে যা ফেব্রূয়ারির 25 তারিখে আসার কথা আছে। কিন্তু ঠিক তার আগের দিনেই Realme তাদের নুতুন 5G স্মার্টফোন ভারতের বাজারে প্রকাশ করতে চলেছে Realme X50 Pro 5G নামে। এই স্মার্টফোনের ব্যাপারে অনেক তথ্যই আমরা জানি এবং এর কিছু কিছু ফিচার্স তো আবার কোম্পানি নিজে থেকে কন্ফার্ম করেছে। যদিও এতো দিন ধরে খবর চলছিল যে মাদ্রিদ এর বাজারে প্রকাশ পাবে। যাই হোক ফিচার্স এর কোনো রকমের পরিবর্তন হচ্ছে না।
যেমন বিভিন্ন জায়গা থেকে পাওয়া লিক এবং অফিসিয়াল তথ্য অনুযায়ী এই স্মার্টফোনের মধ্যে থাকবে 5G মোডেম যুক্ত সর্বোচ্চ Snapdragon 865 প্রসেসর। আর থাকবে 12GB LPDDR5 RAM এবং সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। এর মধ্যে যে ডিসপ্লে থাকবে তার রিফ্রেশ রেট হবে 120Hz। এবং এই ডিসপ্লের উপরেই পেয়ে যাবেন দুটো পানচ হোল ফ্রন্ট ক্যামেরা। পিছনে পেয়ে যাবেন ছটা রেয়ার ক্যামেরা। একটি বোরো মাপের ব্যাটারী পেয়ে যাবেন সাথে 65W এর ফাস্ট চার্জিং। USB Type C পোর্ট থাকছে তবে কোনো 3.5mm এর হেডফোন জ্যাক থাকছে না।
এই হলো মোটামুটি একটা ফিচার্স। এর পর বাকি ফিচার্স তো আমরা সামনের 24 তারিখেই পেয়ে যাবেন। দিল্লী তে প্রকাশিত ওই অনুঠানকে আপনি লাইভ দেখতে পারবেন।