সবাই এখন 5G এর উপর জোর দিচ্ছে বিশেষ করে কিছু কিছু কোম্পানি তো তাদের 5G স্মার্টফোন প্রকাশ ও করে দিয়েছে এবার Realme এর পালা। তারাও সামনের বছরেই প্রকাশ করে দেবে তাদের নুতুন 5G স্মার্টফোন Realme X50 চীনের বাজারে। এমনটি জানিয়েছেন realme এর চীনের CMO Xu Qi Chase।
তার উপর সামনের মাসেই Snapdragon তাদের নুতুন 5G প্রসেসর এবং ফ্ল্যাগশিপ প্রসেসর প্রকাশ করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর যেখানে আমরা পেয়ে যেতে পারি Snapdragon 865 এবং Snapdragon 735 5G। তার উপর ভিত্তি করেই Realme এই নুতুন 5G স্মার্টফোন প্রকাশ করতে চলেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে 5G stand alone এবং non-stand alone এই দুটো ভেরিয়েন্ট এর সাথেই এটি আসবে।
আর তেমন কোনো তথ্য পাওয়া যাই নি। কিন্তু যে ছবি প্রকাশ পেয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে সামনের দিকে আপনি দুটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন তাও আবার পানচ হোল ডিসপ্লের সাথে। পানচ হোল ডিসপ্লে থেকে এই টুকু তো বোঝাই যাচ্ছে যে এখানে আপনি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। আর হয়তো একটি solid Blue রং এর ভেরিয়েন্ট ও পেয়ে যাবেন এই নুতুন স্মার্টফোনের।