ভারতীয় TRANSSION কোম্পানি আজকে অফিসিয়ালি প্রকাশ করে দিলো আরো একটি বাজেট স্মার্টফোন, TECNO Spark Power 2 Air। দেখে নেওয়া যাক এর ফিচার্স গুলো।
এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন MediaTek Heio A22 প্রসেসর PowerVR GE-class গ্রাফিক্স এর সাথে। থাকছে একটি 7-inch HD+ ডিসপ্লে। এখানে আপনি একটাই মেমরি ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেটা থাকছে 3GB RAM এর সাথে 32GB স্টোরেজ। আপনি চাইলে এটিকে সর্বাধিক 1TB অব্দি বাড়াতে পারেন microSD কার্ড এর সাথে। ডেডিকেটেড ডুয়াল সিম এর সাথে এর মধ্যে আপনি পেয়ে যাবেন Android 10 এর সাপোর্ট।
পিছনে থাকছে চারটি রেয়ার ক্যামেরা যার মধ্যে 13MP প্রধান ক্যামেরা সাথে পেয়ে যাচ্ছেন 2MP ডেপ্ত সেন্সর, একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি AI ক্যামেরা। সামনে পেয়ে যাবেন একটি 8MP ফ্রন্ট ক্যামেরা। পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর পেয়ে যাচ্ছেন 6000mAh এর একটি বিরাট ব্যাটারী।
TECNO Spark Power 2 Air এর মূল্য 8,499 টাকা যা Ice Jadeit এবং Cosmic Shine এই দুটো রঙের সাথে পাওয়া যাচ্ছে। আপনি এটিকে সরাসরি Flipkart থেকে কিনতে পারবেন।