সবার সাথে পাল্লা দিয়ে Sony স্মার্টফোন কোম্পানি নুতন এক স্মার্টফোন আনতে চলেছে যেখানে পিছনে থাকবে ছয়টি রেয়ার ক্যামেরা আর সামনে দুটো ফ্রন্ট ক্যামেরা। কিছুদিন আগেই এর উপর কথা উঠেছিল কিন্তু স্পষ্ট ছিল না। আর এখন কয়েকটা ছবির দ্বারা ক্যামেরা ডিটেইলস স্পেসিফিকেশন্স গুলো তুলে ধরলো।

এই পিছনের ছয়টি ক্যামেরার মধ্যে প্রধান ক্যামেরাটি হলো 48MP এর যার সাথে থাকবে f/1.2/f.2.4 aperture। আর থাকছে 20MP ক্যামেরা সঙ্গে f/2.4 aperture + 16MP ক্যামেরা সঙ্গে f/2.4 aperture + 8MP ক্যামেরা সঙ্গে f/2.4 aperture + 12MP ক্যামেরা সঙ্গে f/1.2/f/2.4 aperture এবং সব শেষে 0.5MP ToF ক্যামেরা। এদের সাথে পেয়ে যাবেন একটি LED ফ্ল্যাশ।

সামনেও শক্তিশালী ক্যামেরা থাকবে যার মধ্যে প্রধান হলো 10MP ক্যামেরা সঙ্গে 0.3MP ToF ক্যামেরা। আর কোনো তথ্য প্রকাশ করেনি। স্মার্টফোনটির বাকি স্পেসিফিকেশন্স কি হবে তাও এখনো বলা যাচ্ছে না তবে এর মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।