Samsung Galaxy Fold প্রকাশ হয়ে গেছে অনেক দিন হলো, সেই ফেব্রুয়ারী মাসে। এবার এই সামনের বছরের MWC তে এরা নিয়ে আসতে চলেছে এই Fold সিরিজ এর দ্বিতীয় স্মার্টফোন যার নাম এখনো অব্দি অজানা। তবে আজকের Developer Conference 2019 অনুষ্ঠানে এই Clamshell মডেল এর কোড নাম দেওয়া হয়েছে ‘Bloom’।
এক্ষেত্রে এই স্মার্টফোনের ফোল্ডিং কনসেপ্ট তা একদম উল্টো কারণ আগের টাতে আমরা দেখতে পেয়েছি যে ডিভাইস টি আরের দিকে ফোল্ড হতো আর এখানে এটি লম্বা দিক থেকে ফোল্ড হবে। মানে এক্ষেত্রে ফোল্ড এর পর স্মার্টফোন টি একটু ছোট ফোন পরিবর্তিত হবে। আনফোল্ড অবস্থায় এটির ডিসপ্লে সাইজ 6.7-inch এবং ফোল্ড অবস্থায় 1-inch ডিসপ্লে শুধুমাত্র মিউসিক এবং কল কন্ট্রোল করার জন্য। একদম ছোট বেজেলস এর সাথে সম্পূর্ণ ডিসপ্লে যার উপর থাকছে একটি ইন-ডিসপ্লে ক্যামেরা।
যেহেতু 2020 এর এটি প্রকাশ হবে সেই কারণে বলা যেতে পারে এর মধ্যে 5G কানেক্টিভিটি থাকবে আর শুধু তাই নয় এখানে হয়তো পেয়ে যেতে পারেন Exynos 990 প্রসেসর। যাই হোক কবে বেরুবে কিভাবে বেরুবে এখনো এর ফিচারস সম্পর্কে কোনো রকমের তথ্য নেই এমনকি কি নাম হবে জানা নেই তবে হতে পারে Galaxy Fold 2। এটা যেহেতু দ্বিতীয় ভার্সন সেই কারণে আগের থেকে অনেক বেশি স্টেবেল এবং কম মুলা সাথে আসবে।