Samsung Galaxy M31 এর কিছু সম্ভাব্য ফিচার্স আজকে Geekbench এ অন্তর্ভুক্ত হলো

0

Samsung এর M সিরিজ খুবই জনপ্রিয় এবং এই বছরের প্রথমেই M সিরিজ এর উল্লেখযোগ্য দুটো স্মার্টফোন আমাদের সামনে এসেছিলো Galaxy M30 এবং Galaxy M30s। এখন সামনে নুতুন বছর এবং নুতুন ডিভাইস আনার পালা আর সেই কারণেই এই M সিরিজ এর পরবর্তী স্মার্টফোন Galaxy M31 আজকে কিছু সম্ভাব্য ফিচার্স এর সাথে Geekbench এর মধ্যে অন্তর্ভুক্ত হলো।

Samsung Galaxy M31

যে ফিচার্স আজকে সবার সামনে এসেছে তা থেকে মনে হয় এই স্মার্টফোন মিডরেঞ্জ থেকে বাজেট রেঞ্জ এর মধ্যে হতে পারে। Geekbench এর মধ্যে এই স্মার্টফোন SM-M315F কোড নামের সাথে অন্তর্ভুক্ত হয়েছে যার মধ্যে পেয়ে যেতে পারেন Exynos 9611 প্রসেসর যদিও আগের কিছু তথ্য অনুযায়ী এর মধ্যে Snapdragon 665 প্রসেসর থাকার কথা ছিল। যাই হোক সেটা লাউন্চিং এর পরেই দেখা যাবে। যদিও এখানে আপনি 6GB RAM পেয়ে যাবেন এবং ভিতরে থাকবে একদম নুতুন Android 10। আরো আগে পাওয়া কিছু তথ্য অনুযায়ী এর পিছনে আপনি হয়তো তিনটি রেয়ার ক্যামেরা পেয়ে যেতে পারেন যার মধ্যে প্রধান ক্যামেরাটি হতে পারে 48MP এর এবং সাথে একটি 12MP এর আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 5MP এর ডেপ্ত ক্যামেরা LED ফ্ল্যাশ এর সাথে।

Samsung Galaxy M31

আর কোনো তথ্য বা ফিচার্স আমাদের সামনে আসে নি। Geekbench এর মধ্যেও কেবল এই টুকুই তথ্য আমরা পেয়েছি। আসা করছি সামনের দিনে আরো অনেক তথ্য আমরা জানতে পারবো।

সূত্র 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here