OnePlus 7T এবং OnePlus 7T Pro ভারতের বাজারে তথা বিশ্ববাজারে এসেছে কয়েক সপ্তাহ হয়েছে আর ইতিমধ্যে এদের আগত পরবর্তী স্মার্টফোন OnePlus 8 Pro আজকে লিক হয়ে গেলো। বিখ্যাত লিক ষ্টার @OnLeaks এর দ্বারা আমরা এটির কিছু কিছু ছবির সাথে কিছু তথ্য পেয়েছি। চলুন দেখে নিই কি কি স্পেসিফিকেশন্স আজকে উঠে এসেছে।
প্রথম কথা এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে সুতরাং স্পেসিফিকেশন সঠিক ভাবে বলা মুশকিল তবুও এর ছবি দেখে বলা যাচ্ছে যে এখানে হয়তো থাকতে পারে একটি 6.65-inch Quad HD+ 90Hz AMOLED ডিসপ্লে। ইন-ডিসপ্লে ক্যামেরা মানে হোল ক্যামেরা থাকবে সামনে। শুধু তাই নয় এর ডিসপ্লে হবে বাঁকানো এবং যার উপরে এবং নিচে খুব কম বেজেলস থাকবে।
পরবর্তী আগত প্রসেসর যেহেতু Snapdragon 865 সেই কারণে আমরা বলতে পারি হয়তো এর মধ্যে ওই প্রসেসর থাকতে পারে। আর হয়তো 8GB RAM এবং 256GB স্টোরেজ এর আসবে এর বেস ভেরিয়েন্ট।
ক্যামেরার দিক থেকেও অনেক পরিবর্তন করেছে যেখানে পিছনে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা এবং একটি 3D ToF সেন্সর। ক্যামেরা গুলো লম্বালম্বি ভাবে সাজানো এবং পশে থাকবে একটি laser autofocus। আর ক্যামেরার গুলির ঠিক নিচে থাকবে LED ফ্ল্যাশ। পাশাপাশি পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। নিচে থাকবে USB Type C পোর্ট এবং স্পিকার। আর কোনো হেডফোন জ্যাক থাকছে না। আর কোনো তথ্য আপাতত আমাদের হাতে নেই। এবার অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেট এর জন্য।